Top Songs By RNG Squad
Credits
PERFORMING ARTISTS
RNG Squad
Performer
COMPOSITION & LYRICS
Md Siduzzaman
Songwriter
Tasfikur Huq
Songwriter
PRODUCTION & ENGINEERING
RNG Squad
Producer
Azif Alam
Producer
Lyrics
যদি মনকে প্রশ্ন করো দেশটা কার?
ভেতর থেকে উত্তর আসবে তোমার আমার
মানচিত্রটা বেশ আকাবাকা
মানুষগুলো খুব ই সরল সোজা
অতিরিক্ত জনসংখ্যা, ব্রিজ,কালভার্ট,
রাস্তা ভাঙা
অন্ন,বস্ত্র,বাসস্থান কবে পাব পরিত্রাণ?
৭১এ স্বাধীন দেশ অনাহারে মরে শেষ
চিল শকুনে দল বেধেছে
কোয়েল-দোয়েল ঘর ছেরেছে
গুলশান/বনানী/বারিধারা
ফুটপাথে শোয় কারা?
সকল ক্ষমতার উৎস যারা
বিনিময়ে পায় কি তারা!
অস্থির সব বস্তির ঘুম নাই আমার স্বস্থির
মানুষ মারার দালান করো মিথ্যা টাকার
বড়াই করো?
দেখ একটু ভেবে হুকুম যদি আসে
ধন-সম্পত্তি পরে থাকবে
তুমি একাই মাটির নিচে
ইউনিফর্ম এ চাঁদাবাজি
চুপচাপ করো ভাগাভাগি
দিন দুপুরে মানুষ খুন
লাশটা করলা কোথায় গুম????
কেন আমি খুন হবো নির্বিচারে?
কেন আমি দুর্নীতির ঘূর্ণিপাকে?
সাজানো সমাজের মিথ্যা অভিনয়ে
থাকবো না বিবেকহীন সেই বস্তু সেজে
ভদ্র-নিশ্চুপ মানে নয় আমার কলম ও শান্ত
ধর্ম বিস্বাস আমার মাথায় শিখায়না ভুল মন্ত্র
গণতন্ত্রের ঘোলা পয়জনে ক্ষমতা মুস্টি বদ্ধ
সৎতার হাতুরি মেরে ভাংব মিথ্যার প্রাচুর্য
চর্চা অশুদ্ধ রাজনীতি ক্ষতিগ্রস্ত অর্থনীতি
গুণীজনদের গালে হাত হরতাল করে মারো ভাত।
এত মানুষ খুন হয় খুনী গুলোর খবর কই
নীতিবাক্য পুস্তকে থাকে মধ্যবিত্ত বাশের ফাঁকে।
ডিস ব্যবসায়/ অবৈধ টেন্ডার
পাড়ায় পাড়ায় কত ক্যাডার
ছাড়িয়েছে শত মার্ডার
মুচকি হাসে গডফাদার
হঠাৎ শুনি রাত ১২টায় লোকজনের চিৎকার
ছেলে আমার কথা কয় না
বুক ফাটা হাহাকার
খানিক পরেই স্তব্ধ গলি
চলে আসলো পুলিশ ভ্যান
ঘটনার তদন্ত হবে আপনি শুধু পাতি দেন
জজকোর্ট/হাইকোর্ট / শুনানি / দায়ড়া
বিচার চায় আদালত নিরিহ মায়েরা
তিন মাস যায় চার ফাইল ঘোড়ে বছরে
আসামিরা নিশ্চিন্তে মাল খাচ্ছে সদরে
শুনেছিতো আইনের হাত অনেক খানি লম্বা
বাচ্চা বাচ্চা ঢোরা সাপ কালকের ব্লাকমাম্বা।
কেন আমি খুন হবো নির্বিচারে?
কেন আমি দুর্নীতির ঘূর্ণিপাকে?
সাজানো সমাজের মিথ্যা অভিনয়ে
থাকবো না বিবেকহীন সেই বস্তু সেজে
ভদ্র-নিশ্চুপ মানে নয় আমার কলম ও শান্ত
ধর্ম বিস্বাস আমার মাথায় শিখায়না ভুল মন্ত্র
গণতন্ত্রের ঘোলা পয়জনে ক্ষমতা মুস্টি বদ্ধ
সৎতার হাতুরি মেরে ভাংব মিথ্যার প্রাচুর্য
শনিবারে এক যুবকের রহস্যজনক খুন
নারায়ণগঞ্জের নুরু মিঞা গতরাতে গুম
সরকার বলে এটা নিশ্চই বিরোধীদলের চাল
বড় বড় কুমির আনে তারাই কেটে খাল
বন্ধু বন্ধু কিসের বন্ধু? মারছ মানুষ বর্ডারে
আজও রক্তাক্ত ফেলানি বিচার চাইছে উপরে
অনিশ্চিত ভবিষ্যৎ না চাই প্রকৃত স্বাধীনতা
বঙ্গবন্ধুর স্বপ্ন আমার সোনার বাংলা
স্বাধীনতার ইতিকথা জানে জনসাধারণ
সোনারবাংলা দেশটার জন্য জীবন দিলো কতজন!
তাদের দেয়া রক্তের মুল্য আমরা কি দিচ্ছি?
চুরি মোটা ভুড়ি করে অবাধে ঘুষ খাচ্ছি
১লা বৈশাখ আসলেই আমরা গামছা পরা বাংালি
বাংালা মাসের খোজ রাখিনা হায়রে আমরা কাংালী
রাজাকার দেশ ছার বাংা মায়ের মাটি
দুর দুর দুরে যা
এটা বাংালী দের ঘাটি।
Written by: Md Siduzzaman, Tasfikur Huq