Top Songs By RNG Squad
Credits
PERFORMING ARTISTS
RNG Squad
Performer
Slim Shafin
Vocals
THT
Vocals
Melody
Vocals
COMPOSITION & LYRICS
Md Siduzzaman
Songwriter
Tasfikur Huq
Songwriter
Aminul Huq
Songwriter
PRODUCTION & ENGINEERING
Ridoy Studio
Mastering Engineer
Lyrics
রংপুর রংপুর রঙ এ রসে ভরপুর
চোখ যায় যতদুর, ধানক্ষেত তামাক
মাছে ভরা পুকুর
স্নিগ্ধ সকাল থেকে চনচনা দুপুর
পায়রা চত্তর,ডিসি মোড়, ধাপ, CEO বাজার
ব্যাস্ত নগরিতে মানুষ হাজার।
রাতে রোড লাইট জ্বলে
বাইক রিক্সা অটো চলে
পুচ্চি-পাচ্চা, বুড়ো-যোয়ান আসে টাউন হলে।
কেউ সাইকেল stunt করে
নাচ গান ছড়া নাটক সবই এথায় চলে
এই মাটিতে শতশত শিল্পীর জম্ম
সারা দেশে তারা আজ কত গন্যমান্য
কত কৃতি মানুষের হয়েছে পদচারনা
বইয়ের পাতায় চাপা পড়ে আছে তোমরা জানোনা
ওহে জনৈক খুবিজ
কাকে বল মফিজ
মঙ্গা ফিরতি জনগন যদি করে আন্দোলন
পরে রাখ তাবিজ।
মডার্ন মোড় না ব্যাংকের মোর
জিরো পয়েন্ট কাচারি বাজার
চলে আসলে মুন্সি পাড়া কেরামত আলীর মাজার
শান্তশিষ্ট মনটা বড় বক্তৃতায় মন্ত্রমুগ্ধ
গ্যাস আসেনি তাই এখনো খুবি অসন্তুষ্ট।
আমি সুর্যসেন নই আমি তিক্ত সূর্যপুত্র
ধ্বংসযজ্ঞ চাইনা হতে, হতে চাই সবার মিত্র
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হই আসো একত্রিত
Hop hop এ নেই বৈষম্য আমরা সবাই সমাদৃত
কেরানি পাড়া থেকে আওয়াজ দেয় নামটা T H T
একটাই মন্ত্র জানি সেটা hip hop মানে unity
তাই বন্ধ কর এইসব যাবতীয় politics
কেউ শিশু নেই এখন সবাই হইছে matured
.
Unity throw hip-hop
My friend puts your hands up
হামরা সৎ পথে চলি হামার আছে গুণাবলী
হামরা রংপুরের মানুষ সদা সত্য কথা বলি।
মসজিদ-মন্দিরে রংপুর ছিল ছড়াছড়ি
ছিলো অজস্র পুকুর জমিদার বাড়ি।
হামার টাউন হল,তাজহাট চিড়িয়াখানা, ঈদগাহ মাঠ, ভিন্ন জগৎ, চিকলী পার্ক, গাং দেখলে তিস্তার বাধ।
মধুর বাতাস ঘাঘট পাড়, একবার গেইলে বারবার
পল্টি মার চোংগা মার বার বার কাট সাতার।
রংপুরের ভাওয়াইয়া, তোমরা শুনবার হাওরিয়া, আছে আরো হুদমার গান, গোয়ালির গান,জোগির গান, মালচা গান,জারি গান,জাগের গান, পালা গান
লোকসংগীতে ভরপুর, রংপুরের খ্যাপা গান।
রংপুরের মাটি শত শিল্পীর ঘাটি
বেগম রোকেয়া আব্বাস উদ্দিন, অভিনয়ে নুর ভাই
ওয়াজেদ মিয়া,আনিসুর হক, ক্রিকেটেতে নাসির ভাই।
রংপুরের গর্ব তারা তাদের শ্রাদ্ধা জানাই।
রংপুর হইল অংপুর হামার আমি হইলাম মুই
আমরার বদল হামরা বলি
তুমির বদল তুই।
আসমান হইল দ্যাওয়া ভাইরে বৃষ্টি হইল ঝরি
কুয়া হইল চুয়া হামার রশি হইল দড়ি।
রংপুরের ভাষা এটা মস্তবড় রিতী
এথা অনেক ইতিহাস এছে বহি স্মৃতি।
৫৪০০ পোস্টকোড রাজধানি থাক
M E L O D Y বাপরে বাপ..
Unity throw hip-hop
My friend puts your hands up
আমার প্রানের বাংলাদেশ সবুজ শ্যামল ঘেরা
দুই চোখ জুড়ে দেখি সবুজেরই খেলা
ছোট জাগায় বাংলাভাষার বিভিন্ন ধরন
যেখানেই যাই আমার মাটির ভাষা রাখি স্মরণ।
আমার ভাষা প্রচলিত, সকল জাইগায় কথিত, নিজ ভাষা পেয়ে আমি পেয়েছি স্বতন্ত্র
গোবিন্দগঞ্জের সবুজ ধানক্ষেত রংপুরের গর্ব
পঞ্চগড়ের মাটি আমার চা বাগানের জন্য।
ঘাঘট,তিস্তা,করতোয়া, মহানন্দা গর্ব।
গর্ব আমার নদীর রুপালী মাছের জন্য।
এই মাটি নুরুলদিন, ভবানি পাঠক মজনু শাহ
যাদের জন্য নড়ে ছিল ব্রিটিশ শাসনের দরজা
পড়েছি অনেক তাদের বীরত্বের কাহিনী
তুলোনা করার মত আজো কিছু পাইনি
পড়েনা তাদের কথা আজ কারো মনে
দেইনি মহান উক্তি কোনো ব্যাক্তি তাদের নামে।
দেশের প্রয়োজনে কে ছিল পাশে?
প্রথম কে তিনি শহীদ যিনি একাত্তরের মাঠে?
পাকবাহিনী প্রথম কোথাই পরাজিত হয়?
নিরস্ত্র মানুষ করেনাই জীবনের ভয়।
প্রথম সংবাদপত্র বলো কোথায় প্রকাশিত হয়?
মনে পড়ে রংপুর বার্তাবহ গুরুচরন রায়।
যাতাকলে চাপা পড়া ইতিহাস কেউ পড়েনি
সবাই ভুলে গেলেও মহাকাল কিন্তু ভোলেনি
.
Unity throw hip-hop
My friend puts your hands up
.
Unity throw hip-hop
My friend puts your hands up
ভ্রাতৃত্ব জাগ্রত করি যায়গার ভিন্নতা ভুলে
স্বীকৃত আজ আমরা শুধু বাঙালি বলে।
Written by: Aminul Huq, Md Siduzzaman, Tasfikur Huq