Music Video

Bangla Freestyle Rap 2021 | Free bars by THT - X Kobi | RNG Squad | S1 E2
Watch Bangla Freestyle Rap 2021 |  Free bars by THT - X Kobi  | RNG Squad | S1 E2 on YouTube

Featured In

Credits

PERFORMING ARTISTS
RNG Squad
RNG Squad
Performer
COMPOSITION & LYRICS
Tasfikur Huq
Tasfikur Huq
Songwriter
PRODUCTION & ENGINEERING
Uthshaw Shahriar
Uthshaw Shahriar
Producer

Lyrics

তুই যেটা চাপ ভেবে লাফ দিতে চাস
তুই যেটা বাশ ভেবে ফাস দিতে চাষ
যে কারনে তোর ভারী নিশ্বাস
রাতের শেষ ভাগে দীর্ঘশ্বাস
দেখ যে কামায় লাখ লাখ তারও আছে হাস-ফাস
আমার তো মূঠো ভরে করে নিই সুখ ভাগ
যোউথ পরিবার আর আমি সাখের করাত
অভ্যস্ত দেখে আমি কুচকানো ললাট
অগণিত ফূটো আমার মা করে ভরাট
ফরজের নামাজ পরে বাবার মুখের পুথি পাঠ
একটা সময় ছিল পরিচয় ছিল middle class
আর এখন শ্রম জাত কি যেন সব করল গ্রাস
উপরে ঠিক ঠাক আর ভেতরে চিতকাত
আমার এই মন জানে কিভাবে কাটে মাস
২০ তারিখ পরলে সম্মান বেচি সহজ দরে
শুরু হয় টানাটানি কি যেন নেই ঘরে
তার উপর আপদ বিপদ অসুখ বিসুখ থাকেই কিছু
জমা তো পরের কথা অভাব ই ছাড়ে না পিছু
তারপরও আশা রাখি সব করে নেব ঠিক
হার কে হারিয়ে দিয়ে কেরে নেব ঠিকি জিত
তুই যেটা চাপ ভেবে লাফ দিতে চাস
তুই যেটা বাশ ভেবে ফাস দিতে চাষ
যে কারনে তোর ভারী নিশ্বাস
রাতের শেষ ভাগে দীর্ঘশ্বাস
এই গান টা আমার না এই গান টা আমাদের
জীবনের চাবুক পিঠে মুখে হাসি থাকে যাদের
জুতা কাপড় ভাল পরি জন্মগত স্বভাব
টাকা থেকেও কাংগাল যারা তাদের দেয়া জবাব
নেশা তো পেশা টাই শিল্প টা করে খাই
নিজেকে বোঝাই আজকাল বাণিজ্যিকও হওয়া চাই
শ্রোতাদের কান স্বাদ গেছে, জান গেছে ফোনে
ভাল কাজ করে কে আর দেখেই বা ক জনে!
নিয়মের প্রয়োজনে অনিয়মের গুন যোগ
সাদা চালে চলতেও পা কাপা অবলার রোগ
সিদুরে মেঘে গারো রক্ত করবীর রং
যক্ষপুরীতে বিশুর প্রতিবাদী হওয়ার ঢং
সবাই বেশ জানে তবে মেষ পালে মনে
তাই কিছু বলা মানা বাঘ আছে যে বনে!
শুদ্ধ বিশুদ্ধ বলে দিও না আর পিছু টান
সরদার জানো না শিল্প যে বহমান!★★★
Written by: Tasfikur Huq
instagramSharePathic_arrow_out