Top Songs By RNG Squad
Credits
PERFORMING ARTISTS
RNG Squad
Performer
COMPOSITION & LYRICS
Md Siduzzaman
Songwriter
Tasfikur Huq
Songwriter
Aminul Huq
Songwriter
PRODUCTION & ENGINEERING
GK
Producer
Critical
Mastering Engineer
Lyrics
This is R N G S Q U A D
It's been a long time...
You know what I am saying
Let's go..
এই যে ৫৪০০ পোস্ট কোড
রাজধানী ধাপ
সিরিয়ালে খারা দেখি
কে কোন জায়গার বাপ
জন্ম নারী পোতা বাড়ি
এটে দেইসনা চারা
এইটা RNG Squad
মিচ্চাক্না দাঁড়া
হামার বুকত থাকে কষ্ট কিন্তুক মুখত থাকে হাসি
আর বাসি ভাতত পানি ঢালি চাচার ভুইওত সান্দি hard
গাওত যেমন সলিড মাংস চর্বির হিসসা কম
তেমন মাইক্রফোন টা হাতত নিলে কতজন যক্ষম
খাবার চায় যায় কাঠল ভাংগি
ওটাক আগত গাছত বান্দি
মুখত লাগা বেয়ারিং
হামার ছোট কোনাও ডেয়ারিং
ওস্তাদ খাইছে হুক আর সাগদের মারছে বিট
এই যে ত্যানা প্যাচা ফ্যানের কাছত
ওইল্লায় অথেনটিক
আসার আগে সাতাও মইষাল ভাই তুই হাকাও
নাও কোনা তোর ভাসাও ভাসাও...
ছিড়া পাল,ঠিলা তাল,দিয়া নিল দিয়া লাল
ঠেকাই চাইল, ভরাই খাইল মানাই ভুত দিয়া গাইল
চিল চিলা বাংলা দিনা হিলি গাই গোবিন্দ পঞ্চ
কত লোক! শত না লাখে রংপুর হিপহপ ঠিক শুনছং
ভংচং নারে রে এইটা জংশন
সারি সত এলা melody THT
Slim production.
এই যে ৫৪০০ পোস্ট কোড
রাজধানী ধাপ
সিরিয়ালে খারা দেখি
কে কোন জায়গার বাপ
জন্ম নারী পোতা বাড়ি
এটে দেইসনা চারা
এইটা RNG Squad
মিচ্চাক্না দাঁড়া
শই করি স্বাগতম এই র্যাপের মজমাতে
Melody ভার্স প্লে, THT-SLIM সাথে
তোমার নাই কোনো এইম, খেলেন বাচ্চা বাচ্চা গেম
আবার বকুলরে জে-কুল বানাইয়া খুঁজে বেড়ান ফ্যেম
এখন চিক চিক না রে বালি সব খানে কাদা
আপডেট হইসে এখন বামন চাঁদে তারাতারি পাঠা
যামার নাই কোনো হায়া কি হইবে এতো কয়া
তোর পেন্দনের প্যান হুকশী পরে পাবলিক থাকে চায়া
আতা গাছের তোতা, তোতা মুখ করছে ভোতা, ভোতা শুনে কম শ্রোতা, সত্য শক্তিতে সততা,সৎ শ্রোতাই শিল্পীর শক্তি,
গুরু ভক্তি দেয় শান্তি, সাদা বিদ্যা, কালো যুক্তি
শান্তি শুখেতে জনতা
নরম গরম কিসের শরম
হীটত আসছে বকরি
তোর বাচিঁ উদ্দেইশ
একখান কিরকিরা চাকরি
যেটা যাওয়ার সেটা যাইবে যেটা আসার সেটা আসপে
এলা কইনা দেখি লাভ নাই শালার বাপোক দেখা নাগবে
এই যে ৫৪০০ পোস্ট কোড
রাজধানী ধাপ
সিরিয়ালে খারা দেখি
কে কোন জায়গার বাপ
জন্ম নারী পোতা বাড়ি
এটে দেইসনা চারা
এইটা RNG Squad
মিচ্চাক্না দাঁড়া
ছেরা আঙ্গা গাতদি
ঢাংগা ডাঙ্গা চ্যাংড়া করে ফ্রিস্টাইল
ঠেঙ্গের তলত ব্যাঙ্গ দেখি
ঝাঁপি উঠি পারে গাইল
বুঝলে বুঝ নাইলে তরমুজ
কাটলে লাল পানি
না বুঝি কন না বাহে
উল্টাপাল্টা গীত...
তোর কপালত নাই ঘি
ঠকঠকেয়া হইবে কি
নুরা পাগলা উকটায় ডেইলি
নুরা ফাতেহি
তোমরা অলীত গলিত
খেলা খেলান
মাঠের পাকে নাই
হামরা পানির তলত
খেলা খেলাই
সেই খেলোয়াড় ভাই
চালাই বাংলা RAP এর সিনেমা
বিষ দিয়া পুষি সাপ
দুধ দিয়া না
আ মি অ মে ত্রি ম না
ঘরে ঘরে খোঁজ নে
এই গান কায় শোনে না
Ayyy
কওয়া কথাগুলা শোন
কাঙ্গালি মানে সবে শুরু
এবার গোন
এলাও কথা কয়া গেইলে হাটে উড়ে গরু
Soft climax drone
This is RNG squad
We are here to make you nod
Beats are hot
Our rhymes are sharp and tight
Like a knot.
এই যে ৫৪০০ পোস্ট কোড
রাজধানী ধাপ
সিরিয়ালে খারা দেখি
কে কোন জায়গার বাপ
জন্ম নারী পোতা বাড়ি
এটে দেইসনা চারা
এইটা RNG Squad
মিচ্চাক্না দাঁড়া
Written by: Aminul Huq, Md Siduzzaman, Tasfikur Huq