Upcoming Concerts for Arijit Singh
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Arijit Singh
Performer
Mithun Chakraborty
Actor
Dev
Actor
Koel Mallick
Actor
Sayantika Banerjee
Actor
COMPOSITION & LYRICS
Jeet Gannguli
Composer
Prasen
Lyrics
PRODUCTION & ENGINEERING
Surinder Films Pvt. Ltd.
Producer
Lyrics
মন আমার তোর কিনারে
হারালো দিন-দাহারে
সে তো আর মানছে না রে
এবার ভালোবাসতে আয়
মন আমার তোর কিনারে
হারালো দিন-দাহারে
সে তো আর মানছে না রে
এবার ভালোবাসতে আয়
তোর ছায়ার সঙ্গী হবো
দু'হাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়
আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুণ খুশির দল
কে তুই বল, কে তুই বল?
কে তুই বল, কে তুই বল?
উড়তে চাওয়ার ইচ্ছে হতেই
এলাম কাছে তোর
পুড়তে বসে তুই তাকালে
মনেরই শহর
একটু দূরেই ডাকছে জীবন
যাচ্ছি চলে তাই
ভাবছি তোকে আঁকছি কত
রঙিন বাহানায়
যদি মনে ধরে, আমায় সঙ্গে করে
মেঘের মুলুকে চল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুণ খুশির দল
কে তুই বল, কে তুই বল?
কে তুই বল, কে তুই বল?
তোর আঁচলের গন্ধে আছে
চিনতে পারার সুখ
টানলে কাছে লজ্জাতে তোর
নেমেছে চিবুক
কল্পনাদের আসকারা দিই
ইচ্ছে গাছে জল
অল্প আলো, অল্প ছায়া
গল্প আমায় বল
আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুণ খুশির দল
কে তুই বল, কে তুই বল?
কে তুই বল, কে তুই বল?
মন আমার তোর কিনারে
হারালো দিন-দাহারে
সে তো আর মানছে না রে
এবার ভালোবাসতে আয়
তোর ছায়ার সঙ্গী হবো
দু'হাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়
আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুণ খুশির দল
কে তুই বল, কে তুই বল?
কে তুই বল, কে তুই বল?
কে তুই বল, কে তুই বল?
কে তুই বল, কে তুই বল?
Written by: Jeet Gannguli, Prasen, Raja Chanda