Top Songs By Jeet Gannguli
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Jeet Gannguli
Performer
Jeet
Actor
Koel Mallick
Actor
COMPOSITION & LYRICS
Jeet Gannguli
Composer
Gautam Sushmit
Lyrics
PRODUCTION & ENGINEERING
Surinder Films Pvt. Ltd.
Producer
Lyrics
বড় একা একা লাগে আমার
বড় একা একা লাগে আমার
লাগে না ভালো আর
বড় একা একা লাগে আমার
বড় একা একা লাগে আমার
লাগে না ভালো আর
লাগে না ভালো আর
আছে ভালোবাসা নেই অধিকার
আছে ভালোবাসা নেই অধিকার
লাগে না ভালো আর
লাগে না ভালো আর
আলেয়ার পিছে ছুটে মিছে মিছে
বুঝিনি তো আলোর ভাষা
আজকে তোমাকে হারিয়ে বুঝেছি
কাকে বলে ভালোবাসা
আঁধারে খোঁজে মন
আলোকে সারাক্ষণ
মেলে না... ও হো হো
মেলে না...
করে তুমি তুমি মন যে আমার
করে তুমি তুমি মন যে আমার
লাগে না ভালো আর
লাগে না ভালো আর
চারিদিকে শুধু তোমার স্মৃতি আজ
নেই শুধু তুমি কাছে
হায় যদি একবার
যেত গো জানানো
আমারও হৃদয় আছে
জীবনের একটি ভুল
ঝড়ালো কত ফুল
জানি না. ও হো হো
জানি না...
লাগে একা একা প্রাণ যে আমার
কাঁদে একা একা প্রাণ যে আমার
লাগে না ভালো আর
লাগে না ভালো আর
Written by: Gautam Sushmit, Jeet Gannguli