Music Video

Tumi Aashe Paashe (তুমি আশে পাশে ) | Parbona Ami Chartey Tokey | Bonny | Koushani | SVF Music
Watch Tumi Aashe Paashe (তুমি আশে পাশে ) | Parbona Ami Chartey Tokey | Bonny | Koushani | SVF Music on YouTube

Featured In

Credits

PERFORMING ARTISTS
Monali Thakur
Monali Thakur
Performer
Nakash Aziz
Nakash Aziz
Performer
COMPOSITION & LYRICS
Indraadip Dasgupta
Indraadip Dasgupta
Composer
Prasen
Prasen
Lyrics
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Lyrics

চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদম তলায় কে?
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বে
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদম তলায় কে?
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বে
তুমি আশেপাশে থাকলে, হায়
তুমি আশেপাশে থাকলে
কত খুশি খুশি থাকছি
আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়
তুমি অল্পস্বল্প চাইলে
আরও একটু বেশি থাকছি
আর খামখেয়ালে আঁকছি সারা গায়
এই দিন যদি না থামে
এ রাত যদি না শেষ হয়
তুমি নীলচে কোনো খামে
আমায় মোড়ালে বেশ হয়
পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায়, হায়
তুমি আশেপাশে থাকলে
কত খুশি খুশি থাকছি
আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়
তুমি অল্পস্বল্প চাইলে
আরও একটু বেশি থাকছি
আর খামখেয়ালে আঁকছি সারা গায়
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদম তলায় কে?
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বে
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদম তলায় কে?
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বে
মিলছে ইশারা, মিলছে নিশানা
দিশাহীন এই অবাক দু'টো মনের
মিলছে ইশারা, মিলছে নিশানা
দিশাহীন এই অবাক দু'টো মনের
থাকবে কথা দাও, রাখবে কথা দাও
এভাবেই যেন যাই চলে দু'জনে
এই দিন যদি না থামে
এই রাত যদি না শেষ হয়
তুমি নীলচে কোনো খামে
আমায় মোড়ালে বেশ হয়
পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায়, হায়
তুমি আশেপাশে থাকলে
কত খুশি খুশি থাকছি
আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়
তুমি অল্পস্বল্প চাইলে
আরও একটু বেশি থাকছি
আর খামখেয়ালী আঁকছি সারা গায়
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদম তলায় কে?
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বে
ও বলছে দু'টো চোখ, হচ্ছে দেখা হোক
থেকো না আর চিন্তা চিন্তা মনে
আসবো বলেছি, ভালোবাসবো বলেছি
যেও না তুমি পালিয়ে গোপনে
এই দিন যদি না থামে
এই রাত যদি না শেষ হয়
তুমি নীলচে কোনো খামে
আমায় মোড়ালে বেশ হয়
পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায়, হায়
তুমি আশেপাশে থাকলে
কত খুশি খুশি থাকছি
আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়
তুমি অল্পস্বল্প চাইলে
আরও একটু বেশি থাকছি
আর খামখেয়ালে আঁকছি সারা গায়
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদম তলায় কে?
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বে
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদম তলায় কে?
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বে
Written by: Indraadip Dasgupta, Prasen
instagramSharePathic_arrow_out