Top Songs By Tasbir Wolvez
Credits
PERFORMING ARTISTS
Tasbir Wolvez
Performer
Barney Sku
Performer
COMPOSITION & LYRICS
Barney Sku
Composer
Lyrics
শুনে যাও, শুনে যাও
গানে গানে তোমার, তোমারই নাম (আমারই হও)
দেবো না কারো কাছে
তুমি তো গোপনার্থে
বলো কী হবে?
তোমাকে নিয়ে কাব্য লিখেছি
তবু কেন সরে যাও?
বলবে কি কখনো, " (আমি) তোমার অপেক্ষায়!"
জানবে না কেউ (না, না, না)
তোমার হতে (যদি হতে)
তোমার দেখা পাই
কল্পনাতে, বাস্তবেও চাই
জানবে না কেউ (না, না, না)
তোমার হতে (যদি হতে)
তোমার দেখা পাই
কল্পনাতে, বাস্তবেও চাই
তোমার চোখে দেখেছি অমি আমার স্বপ্ন
সত্য-মিথ্যে মিলিয়ে বলো
আমায় মিষ্টি কথা
বলো কী হবে?
তোমাকে নিয়ে কাব্য লিখেছি
তবু কেন সরে যাও?
বলবে কি কখনো "(আমি) তোমার অপেক্ষায়!"
জানবে না কেউ (না, না, না)
তোমার হতে (যদি হতে)
তোমার দেখা পাই
কল্পনাতে, বাস্তবেও চাই
জানবে না কেউ (না, না, না)
তোমার হতে (যদি হতে)
তোমার দেখা পাই
কল্পনাতে, বাস্তবেও চাই
Written by: Barney Sku