Top Songs By Shitom Ahmed
Credits
COMPOSITION & LYRICS
Shitom Ahmed
Songwriter
Lyrics
প্রেম আকারে কাঁদাবো
তোমার নামটাও আমি নিয়ে যাবো
আমার সাথের শুধু কষ্ট তাই
আমার সাথের তুই নিস না ঠাঁই
আমাকে দেখো, গভীর জলে ডুবে যাবো দিবো না ছেড়ে
যদি সঙ্গ চাও, হাত বাড়ালে ডুবে যাবো দু'জন একসাথে
আমি কি তোমাকে বুঝাতে পারিনি?
যদি থেকে যাও বেদনা অপরিসীম দেবো তখনই
কেন বোঝো না?
আমার চোখেতে লুকানো অভিশাপ কেন দেখো না?
আমার মন পাথরের যা ভাঙা যাবে না
প্রেম আকারে কাঁদাবো
তোমার পরিচয় ভেঙে দিবো
আমার আশেপাশে এসো না তুমি নিজেকেই চিনবে না
আমাকে দেখো, গভীর জলে ডুবে যাবো দিবো না ছেড়ে
যদি সঙ্গ চাও, হাত বাড়ালে ডুবে যাবো দু'জন একসাথে
Written by: Shitom Ahmed