Top Songs By Tasbir Wolvez
Credits
PERFORMING ARTISTS
Tasbir Wolvez
Performer
S.T.A Turjo
Performer
B J O Y
Performer
Bjoy
Performer
Tasbir Mahmud
Acoustic Guitar
COMPOSITION & LYRICS
S.T.A Turjo
Composer
PRODUCTION & ENGINEERING
Tasbir Wolvez
Producer
Lyrics
আনমনে খুব হাসছি হঠাৎ তোমার কথা ভেবে
একটু চোখের আড়াল হলেই জীবনপ্রদীপ নেভে
তোমায় ভেবে বাড়ছে খাতায় ঘুমপালানো রাত
হারিয়ে ফেলার শংকা জাগায় মেঘের ধারাপাত
মেঘবালিকা, তুমি বৃষ্টি নামাও আজ
মেঘবালিকা, ঘুঁটে যাক তোমার লাজ
মেঘবালিকা, তোর কাজল চোখের সাজ
মেঘবালিকা, পাগল আমি আজ
জীবন গুঁজে রাখি তোমার খোঁপার ফুলে
মেঘবালিকা, বসত দেবে কাজলকালো চুলে?
না ছুঁয়েও স্পর্শ মাখি ঠোঁটের কালো তিলে
না হয়েও তোমার আছি আমি মনের আকাশনীলে
মেঘবালিকা, তুমি বৃষ্টি নামাও আজ
মেঘবালিকা, ঘুঁটে যাক তোমার লাজ
মেঘবালিকা, তোর কাজল চোখের সাজ
মেঘবালিকা, পাগল আমি আজ
Written by: S.T.A Turjo