Credits
PERFORMING ARTISTS
Jishan Khan Shuvo
Vocals
Prince D'costa
Electric Bass Guitar
Rohit Zahan Niloy
Guitar
Mahadi Hasan Sabbir
Guitar
Nafeez Abrar Zakee
Drums
COMPOSITION & LYRICS
Jishan Khan Shuvo
Songwriter
PRODUCTION & ENGINEERING
Indiego
Mastering Engineer
Lyrics
তারে আমি ছুয়ে দেখিনি
তবু কেন এত অনুভব
তারে আমি কিছু দেইনিনি
তবু কেন সে আমার সব
তারে আমি খুজে পাইনি
তবু কেন হারিয়ে ফেলার ভয়
তারে আমি বাস্তবে তে খুজি
সে কেন কল্পনাতে রয়
কি যে নীল ব্যাথা
ওরে বয়ে চলি আজও
তুমি লাল রঙে তে সেজে
বলো কার ঘরে তে বাজো
কার আমার দেখা হয় স্বপনে স্বপনে
কি যে ভুলে গেছি আমার পরে না রে মনে
কার আমার কথা হয় স্বপনে স্বপনে
কি যে ভুলে গেছি আমার পরে না রে মনে
শোষণে শোষনে
মনে পরে যায়
বাস্প হয়ে আগের আমি
তারা করে আমায়
তার ছবি ভাসে
ওরে আনায় গোনায়
সে কি কভু মন থেকে
আরে চেয়েছিলো আমায়
কে ছিলো ভুল
তুমি নাকি আমি
আমি ভুল হলে
ঠিক নও তুমি
কার আমার দেখা হয় স্বপনে স্বপনে
কি যে ভুলে গেছি আমার পরে না রে মনে
কার আমার কথা হয় স্বপনে স্বপনে
কি যে ভুলে গেছি আমার
তারে আমি ছুয়ে দেখিনি
Written by: Jishan Khan Shuvo