Top Songs By Tanjib Sarowar
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Tanjib Sarowar
Performer
Raef Al Hasan Rafa
Lead Vocals
Shoma
Performer
COMPOSITION & LYRICS
Tanjib Sarowar
Songwriter
Lyrics
শীতল বাতাসে, দেখেছি তোমায়
মেঘ মিলনে চেয়ে রাগ করো না
মন চায় তোমায় আজই রাতে
শীতল বাতাসে, দেখেছি তোমায়
মেঘ মিলনে চেয়ে রাগ করো না
মন চায় তোমায় আজই রাতে
বৃষ্টি তো থেমেছে অনেক আগেই
ভিজেছি আমি একাই
আসতো যদি বিভীষিকা
খুঁজেও পেতে না আমায়
মেঘ মিলনে চেয়ে রাগ করো না
মন চায় তোমায় আজই রাতে
রাতে... রাতে...
ঝুম ঝুম পাতালি হাওয়ার সাথে
খুঁজেছি শুধুই তোমায়
পিছাতে পারেনি ঝড়ো হাওয়া
খুঁজেই নিয়েছি তোমায়
ভুলে গিয়েছি মন শত অভিমান
মন চায় তোমায় কাছে পেতে
শীতল বাতাসে, দেখেছি তোমায়
মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজই রাতে
রাতে... রাতে...
Written by: Tanjib Sarowar