Upcoming Concerts for Arijit Singh & Ranajoy Bhattacharjee
Top Songs By Arijit Singh
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Arijit Singh
Performer
Ranajoy Bhattacharjee
Performer
COMPOSITION & LYRICS
Ranajoy Bhattacharjee
Composer
Barish
Lyrics
PRODUCTION & ENGINEERING
Ranajoy Bhattacharjee
Producer
Lyrics
লাগে না, লাগে না
আজ जिया তুই ছাড়া
ডাকি, তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া
লাগে না, লাগে না
আজ जिया তুই ছাড়া
ডাকি, তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া
রং মেশায় দিন-রাতে
এ দু'চোখের দরিয়াতে
কে আর তুই ছাড়া?
লাগে না, লাগে না
আজ जिया তুই ছাড়া
ডাকি, তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া
ছুঁয়ে দিলে মন-বীণা বেজে ওঠে যে
দে ভিজিয়ে শুধু যেন আঁখি না ভেজে
জানি না কিভাবে তোকে বলি এ আমি
কত রাগই থেকে যাবে হয়ে বেনামী
মরমিয়া মন মানে না এখন
কেন সে बावरा?
রং মেশায় দিন-রাতে
এ দু'চোখের দরিয়াতে
কে আর তুই ছাড়া?
লাগে না, লাগে না
আজ जिया তুই ছাড়া
ডাকি, তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া
রং মেশায় দিন-রাতে
এ দু'চোখের দরিয়াতে
কে আর তুই ছাড়া?
লাগে না, লাগে না
আজ जिया তুই ছাড়া
ডাকি, তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া
Written by: Barish, Ranajoy Bhattacharjee