Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Arijit Singh
Arijit Singh
Performer
COMPOSITION & LYRICS
Sanai
Sanai
Composer
Barish
Barish
Lyrics
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Lyrics

মন একে একে দুই
একাকার আমি তুই
আর না চোখ ফিরিয়ে একটু হাস
নেই মনে কি কিছুই?
তোর ঠোঁটের ডানা ছোঁই
মিলবে সব জীবনের calculus
স্মৃতিরা গেছে পরবাস
কথারা হয়েছে নিঝুম
এ বুকে তবু ১২ মাস
ভালোবাসারই মরশুম
ভালোবাসারই মরশুম
ডাকনামে ডেকে যাই
সেই আগের তোকে চাই
সেই যে সেই তাকালেই সর্বনাশ
ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়
তোর ঠিকানায় পাঠালাম এ হৃদয়
প্রেম হলে এক সুরে গান বেজে যায়
সে দেয় জখম, তবু সেই তো ভেজায়
ব্যথারা ফিরেছে এপাশ
বালিশে জমে ভাঙা ঘুম
এ বুকে তবু ১২ মাস
ভালোবাসারই মরশুম
ভালোবাসারই মরশুম
দিন বদলে যাবে ফের
হাত ধরে সময়ের
ফুটবে ঠিক মনমাফিক মন-পলাশ
ফুটবে ঠিক মনমাফিক মন-পলাশ
ফুটবে ঠিক মনমাফিক মন-পলাশ
Written by: Barish, Sanai, Saptak Sanai Das
instagramSharePathic_arrow_out