Music Video

||Mon bebagi|| Kunal ganjawala,Akriti kakkar,Rana Majumder||lofi song(Slowed+ Reverb)Bengali lyrics
Watch ||Mon bebagi|| Kunal ganjawala,Akriti kakkar,Rana Majumder||lofi song(Slowed+ Reverb)Bengali lyrics on YouTube

Credits

PERFORMING ARTISTS
Kunal Ganjawala
Kunal Ganjawala
Performer
Akriti Kakkar
Akriti Kakkar
Performer
Rana Majumdar
Rana Majumdar
Performer
Dev
Dev
Actor
Koel Mallick
Koel Mallick
Actor
COMPOSITION & LYRICS
Jeet Gannguli
Jeet Gannguli
Composer
Prasen
Prasen
Lyrics
PRODUCTION & ENGINEERING
Surinder Films Pvt. Ltd.
Surinder Films Pvt. Ltd.
Producer

Lyrics

ঘুরে ঘুরে চলা একলা মন খুঁজে পায় প্রতি পল
উড়ে উড়ে করা দিন যাপন কবে দিশা পাবে বল?
ভেবে গেছি আমি রাত কি ভোর পাঠাবেই ভগবান
উড়ে উড়ে এসে ওড়না তোর হবে একফালি গান
মন বেবাগি, মন বেবাগি
গেয়ে যায় মনের অজানে
মন বেবাগি, মন বেবাগি
মিলবে কি শেকড়ের টানে?
ঘুরে ঘুরে চলা একলা মন খুঁজে পায় প্রতি পল
উড়ে উড়ে করা দিন যাপন কবে দিশা পাবে বল?
যাবে কি একা একা রাত কেটে এভাবে অভাবে?
হবে কি দেখা-শোনা কোনোমতে মাঝপথে, বল কবে?
মন বেবাগি, মন বেবাগি
গেয়ে যায় মনের অজানে
মন বেবাগি, মন বেবাগি
মিলবে কি শেকড়ের টানে?
হারাবো হাতে হাতে হাত মিশে খুব চেনা শহরে
নিজেকে খুঁজে পাবো সব শেষে ঠিকানা তোর ঘরে
মন বেবাগি, মন বেবাগি
গেয়ে যায় মনের অজানে
মন বেবাগি, মন বেবাগি
মিলবে কি শেকড়ের টানে?
ঘুরে ঘুরে চলা একলা মন খুঁজে পায় প্রতি পল
উড়ে উড়ে করা দিন যাপন কবে দিশা পাবে বল?
মন বেবাগি, মন বেবাগি
গেয়ে যায় মনের অজানে
মন বেবাগি, মন বেবাগি
মিলবে কি শেকড়ের টানে?
Written by: Jeet Gannguli, Prasen
instagramSharePathic_arrow_out