Music Video

Ghum Ghum Ei Chokhe | Romeo | Dev | Subhashree | Shreya | Sonu Nigam | Jeet Gannguli | Sujit | SVF
Watch Ghum Ghum Ei Chokhe | Romeo | Dev | Subhashree | Shreya | Sonu Nigam | Jeet Gannguli | Sujit | SVF on YouTube

Featured In

Credits

PERFORMING ARTISTS
Shreya Ghoshal
Shreya Ghoshal
Performer
Sonu Nigam
Sonu Nigam
Performer
COMPOSITION & LYRICS
Jeet Gannguli
Jeet Gannguli
Composer
Chandrani Ganguli
Chandrani Ganguli
Lyrics
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Lyrics

ঘুম ঘুম এই চোখে স্বপ্নকে আঁকে তুমি
নিঝুম দুপুরে জাগিয়ে কে রাখে তুমি
কাছে এসে আধো হেসে বলে যে
চল যাই সব পেয়েছির দেশে
ছুঁয়ে যায় ভালোবেসে সে, তুমি ও
ঘুম ঘুম এই চোখে স্বপ্ন কে আঁকে তুমি
তাকে খোঁজে বৃষ্টি চোখে
রূপকথা সে অচেনা
ধরা দিয়েও দেয়না ধরা
জেনেও যে রয় অজানা
রয় অজানা.. কেন অজানা
ও.. ঘুম ঘুম এই চোখে
স্বপ্ন কে আঁকে তুমি
সামনে, এলে তুমি
মুখে কুলুপ চোখ ভারী
ইচ্ছে করে বলি, তবু বলতে কি পারি
ও.. চোখে চোখে সেই কথা
পড়তে কি পারে, তুমি
তাকে খোঁজে বৃষ্টি চোখে
রূপকথা সে অচেনা
ধরা দিয়েও দেয়না ধরা
জেনেও যে রয় অজানা
রয় অজানা.. কেন অজানা
এইতো, আমি তবু
যেন নইতো আর সেই আমি
স্বপ্নে চিঠি পাঠাই, ঠিকানাহীন বেনামী
মনে মনে তবু জানি
চিনবে আমাকে তুমি
ও.. ঘুম ঘুম এই চোখে
স্বপ্ন কে আঁকে তুমি
তাকে খোঁজে বৃষ্টি চোখে
রূপকথা সে অচেনা
ধরা দিয়েও দেয়না ধরা
জেনেও যে রয় অজানা
Written by: Chandrani Ganguli, Jeet Gannguli
instagramSharePathic_arrow_out