Featured In

Credits

PERFORMING ARTISTS
Elita
Elita
Performer
Mahadi
Mahadi
Performer
COMPOSITION & LYRICS
Emon Chowdhury
Emon Chowdhury
Composer
Robiul Islam Jibon
Robiul Islam Jibon
Songwriter

Lyrics

স্বপ্নে এসেছিলে তুমি যে রাতে
আমি সেই রাতের কাছে ফিরে যেতে চাই আবার
প্রথম ছুঁয়েছিলে আমায় যে হাতে
আমি সেই হাতের রেখা ছুঁয়ে যেতে চাই আবার
আমি বারেবার মনে করতে চাই পুরোনো সব স্মৃতি
যেভাবে এক হয়েছিল আমার তোমার অনুভূতি
মনের শরীর ছুঁয়ে থাকো তুমি অন্তহীন
তোমার আকাশ নীলে উড়ছে আমার রাত্রিদিন
মনের শরীর ছুঁয়ে থাকো তুমি অন্তহীন
তোমার আকাশ নীলে উড়ছে আমার রাত্রিদিন
আমি বারেবার মনে করতে চাই পুরোনো সব স্মৃতি
যেভাবে এক হয়েছিল আমার তোমার অনুভূতি
কোথায় কেমন করে দেখা হলো দু'জনার
কোন সে মায়ার টানে হয়েছো শুধু আমার
কোথায় কেমন করে দেখা হলো দু'জনার
কোন সে মায়ার টানে হয়েছো শুধু আমার
কীভাবে তোমায় পেয়েছি, কী করে তোমার হয়েছি
কী কথায় আমায় তুমি দিয়েছিলে সম্মতি
আমি বারেবার মনে করতে চাই পুরোনো সব স্মৃতি
যেভাবে এক হয়েছিল আমার তোমার অনুভূতি
মনের শরীর ছুঁয়ে থাকো তুমি অন্তহীন
তোমার আকাশ নীলে উড়ছে আমার রাত্রিদিন
মনের শরীর ছুঁয়ে থাকো তুমি অন্তহীন
তোমার আকাশ নীলে উড়ছে আমার রাত্রিদিন
স্বপ্নে এসেছিলে তুমি যে রাতে
আমি সেই রাতের কাছে ফিরে যেতে চাই আবার
প্রথম ছুঁয়েছিলে আমায় যে হাতে
আমি সেই হাতের রেখা ছুঁয়ে যেতে চাই আবার
আমি বারেবার মনে করতে চাই পুরোনো সব স্মৃতি
যেভাবে এক হয়েছিল আমার তোমার অনুভূতি
মনের শরীর ছুঁয়ে থাকো তুমি অন্তহীন
তোমার আকাশ নীলে উড়ছে আমার রাত্রিদিন
মনের শরীর ছুঁয়ে থাকো তুমি অন্তহীন
তোমার আকাশ নীলে উড়ছে আমার রাত্রিদিন
Written by: Emon Chowdhury, Robiul Islam Jibon
instagramSharePathic_arrow_out