Credits
PERFORMING ARTISTS
Elita
Performer
Mahadi
Performer
PRODUCTION & ENGINEERING
Mahadi Faisal
Engineer
Lyrics
হৃদয়ে ঝরে আকাশ-পাতাল কত ডাকাডাকি
সারারাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি
কত সাধ নিবির করে তোমাকে ভালোবাসি
তোমারই জন্যে আমার এতো কান্না হাসি
কেনো যে মনে হয় বোঝ না আমাকে
তোমারই কারনে ফিরিয়ে দিলাম পৃথিবীকে
হৃদয়ে ঝরে আকাশ-পাতাল কত ডাকাডাকি
সারারাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি
কত সাধ নিবির করে তোমাকে ভালোবাসি
তোমার জন্যে আমার এতো কান্না হাসি
কেনো যে মনে হয় বোঝো না আমাকে
তোমারই কারনে ফিরিয়ে দিলাম পৃথিবীকে
স্বপ্নের বুকে আকাশ নদীর কতো মাখামাখি
ঘুম হারা দু'চোখে তুমিও দেখো নাকি?
মন চায় তোমায় নিয়ে অনুভবে ভাসি
তোমারই জন্যে আমার এতো কান্না হাসি
কেনো যে মনে হয় বোঝো না আমাকে
তোমারই কারনে ফিরিয়ে দিলাম পৃথিবীকে।
Written by: Asif Iqbal