Top Songs By Popeye Bangladesh
Similar Songs
Credits
COMPOSITION & LYRICS
Raffan Imam
Songwriter
Talat Minhaz
Songwriter
Lyrics
সুখে চোখ ঘুমে বাঁধে না, সারারাত জাগাই
গাছে পাতা কোনো নড়ে না, এত সবই নীরবই
বেদনা সকল বাতাসে উড়ে, ছুঁয়ে এই গা ভেতরে ঢুকে
শহরে কেউ তো হাসে না, যেন মৃত সকলেই
পাখি উড়ে ঘুরে ফিরে না, কালো মেঘেই আকাশেই
ফুটে না কোনো ফুলই বাগানে, শুধু বুনো ঘাস গজায় মনে
এখানে কোথাওই নেই ভালোলাগা, শুধুই গাঁদা জীবন্ত ক্ষতই
লুকানো যায়, না যায় পালা, জীবন তেড়ে বেড়ায় তোমাকে আমায়
তোমাকে আমায়
গোধূলি রঙে সাজে না, সবই সাদামাটাই
রাতে আলো বনে জ্বলে না, কোনো নেই জোনাকী
কোকিলের কুহূ ডাকেরা কানে আসে না কারও এই নগরে
কবিতারা উড়ে যায় পাতা ছেঁড়া কাগজে
ঘড়ি-কাঁটা লাগে ঘুরে না, সবই থেমে বসে
কাটে না সময় বয়সই বাড়ে প্রতি শ্বাসে মনে দুঃখ গ্রাসে
এখানে কোথাওই নেই ভালোবাসা, শুধুই জমা বিষন্নতাই
না করে দয়া, কোনো না মায়া, জীবন ধেয়ে বেড়ায় তোমাকে আমায়
তোমাকে আমায়
এখানে সুখে মনের ঝড়ে কেউ তো ভিজে না
চেয়ে রাতে পূর্ণিমা চাঁদ কিছু বোধই করে না
এত ভিড়েতেও না তো কারও কেউ, সবই বড় একেলা
স্বপ্ন ঘুনে খেয়ে হয়ে ধুল কারও চোখে সয় না
এখানে উড়ে না অজানা ঘুড়িরা
ভোরে জমা শিশিরে ফড়িংয়েরা খেলা করে না
কোনো স্মৃতি মন ভেঙে না কাঁদায়, এ তো কভু হয়না
সময় কেড়ে সবই শুধু নেয়, কিছু ফিরে দেয় না, না
কোথাও নেই ভালোলাগা, শুধুই গাঁদা জীবন্ত ক্ষতই
লুকানো যায়, না যায় পালা, জীবন তেড়ে বেড়ায়, বেড়ায়
কোনো নেই ভালোবাসা, শুধুই জমে বিষন্নতাই
না করে দয়া, কোনো না মায়া, জীবন ধেয়ে বেড়ায়
তোমাকে আমায়
তোমাকে আমায়
তোমাকে আমায়
তোমাকে আমায়
Written by: Raffan Imam, Talat Minhaz