Music Video

Featured In

Credits

COMPOSITION & LYRICS
Tonmoy Tansen
Tonmoy Tansen
Songwriter

Lyrics

এ্যালবামের নয়তো বা কোন ডায়রিতে পড়ে আছে তোমার শেষ চিঠিটি তুমি লিখেছো ক্ষমা চাই স্বপ্ন ভাঙার... বড় নিঃস্ব মনে হয় একা বসে খোলা জানালায় সুদূরে তাকিয়ে সব শূণ্য মনে হয় প্রশ্ন জাগে এতোদিন পরে কি করে হয় সব শেষ সেই চেনা পথের বাঁক,চেনা পথ ধূলোর রাশি চেনা মানুষের স্রোত,বৃষ্টি,রোদ,চেনা সবই এখনো যেন উদাস দুপুর আকাশের মেঘের হাসি চেনা অবকাশে দুঃখের উল্লাসে অবাক আমি শুধু চেনা হাতের রেখায় কিছু অচেনা কথা ভাসে সেই প্রিয় হাতের লেখায় আজ বড় অচেনা মনে হয় বড় নিঃস মনে হয় একা বসে খোলা জানালায় সুদূরে তাকিয়ে সব শূণ্য মনে হয় প্রশ্ন জাগে এতোদিন পরে কি করে হয় সব শেষ চেনা রাত্রি জুড়ে জোসনা পেরিয়ে ধূসর স্মৃতি চেনা উষ্ণ ভোর,পাখির আসর,চেনা সবই কখনো সুখ স্মৃতির চরণ,অজান্তে একটু হাসি অযথা অভিলাষে,অবশেষে একা আমি সেই প্রিয় হাতের রেখায় কিছু অপ্রিয় কথা ভাসে সেই চেনা হাতের লেখায় আজ বড় অচেনা মনে হয় এ্যালবামের নয়তো বা কোন ডায়রিতে পড়ে আছে তোমার শেষ চিঠিটি তুমি লিখেছো ক্ষমা চাই স্বপ্ন ভাঙার... বড় নিঃস্ব মনে হয় একা বসে খোলা জানালায় সুদূরে তাকিয়ে সব শূণ্য মনে হয় প্রশ্ন জাগে এতোদিন পরে কি করে হয় সব শেষ এ্যালবামের নয়তো বা কোন ডায়রিতে পড়ে আছে তোমার শেষ চিঠিটি তুমি লিখেছো ক্ষমা চাই স্বপ্ন ভাঙার... বড় নিঃস্ব মনে হয় একা বসে খোলা জানালায় সুদূরে তাকিয়ে সব শূণ্য মনে হয় প্রশ্ন জাগে এতোদিন পরে কি করে হয় সব শেষ
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out