Upcoming Concerts for Arnob, Oli Boy & Md. Gonjer Ali
Top Songs By Arnob
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Arnob
Vocals
Oli Boy
Vocals
Md. Gonjer Ali
Vocals
Jaya Ahsan
Vocals
COMPOSITION & LYRICS
Arnob
Composer
Oli Boy
Lyrics
Shatarupa Thakurta Roy
Lyrics
PRODUCTION & ENGINEERING
Arnob
Producer
Saadul Islam
Mastering Engineer
Lyrics
*music*
গায়ের বধূ ঘাটে যায়
লাল শাড়ি পিন্দিয়া গায়
হাতে বাজু, পায়ে ঘুঙুরি দিয়া
চিকন চাকন গড়ন তারই
দেখতে লাগে কি সুন্দরী
শাড়ির পাইড়ে কোমরে বিছাইয়া
গায়ের বধূ ঘাটে যায়
লাল শাড়ি পিন্দিয়া গায়
হাতে বাজু, পায়ে ঘুঙুরি দিয়া
চিকন চাকন গড়ন তারই
দেখতে লাগে কি সুন্দরী
শাড়ির পাইড়ে কোমরে বিছাইয়া
হানা দি রেশমের বনে
পাক দি পশমের রোঁয়ায়
তাঁতঘরে জট পড়া সুতো
গুটি পায়ে আঙুলের ছোঁয়ায়
হানা দি রেশমের বনে
পাক দি পশমের রোঁয়ায়
তাঁতঘরে জট পড়া সুতো
গুটি পায়ে আঙুলের ছোঁয়ায়
*music*
হমান বোন
হইরে বাড়ে
প্যাঁচে বাড়ে
ঘাটে বাড়ে
ঘাটাইল খ্যাও
উদা ঘাটে
প্যাঁচে বাড়ে
ঘাটে বাড়ে
হমান বোন
হইরে বাড়ে
প্যাঁচে বাড়ে
ঘাটে বাড়ে
ঘাটাইল খ্যাও
উদা ঘাটে
প্যাঁচে বাড়ে
ঘাটে বাড়ে
Time to Jenja, time to Jayi
Time for unity
Time to Jenja, time to Jayi
Time for unity
Every step, every melody
In a perfect harmony
Na ni muna gi, Ge me uwa abe di nma
Now only me and you fit make
This world move Je Je Le
Ye, ye
*music*
চড়ুই ভারই করব খেলা
পাইড়ে থাকবে নাগরদোলা
লাউ লতিকা বাহারি বাহারি
কেমতে বানাইলো শাড়ি?
সেই তাঁতুয়ার কোনটি বাড়ি?
তাঁতুয়া মোর নিলো মনটি কাড়ি!
বুনতে বুনতে তাঁতী মন
টানা পোড়েনের ধুন সাধে
সুতোর উন্মুক্ত প্রান্ত যত
একে একে গিঁট দিয়ে বাঁধে
বুনতে বুনতে তাঁতী মন
টানা পোড়েনের ধুন সাধে
সুতোর উন্মুক্ত প্রান্ত যত
একে একে গিঁট দিয়ে বাঁধে
*music*
ছই
বইনা গাছের বৈতরণি
ছৈন্না গাছের ছই
চন্দন গাছের চরকা আমার করে চই চই
তাঁতী আমার কালাচাঁদ, জোরে মারে তাঁতে টান
তালে তালে গায়রে সাধের গান
মনে লয় তারে কই, আমার বাড়ি যাইয়ো ঐ
দাওয়ায় বইসা খাইয়ো বাটার পান।
বুনতে বুনতে তাঁতী মন
টানা পোড়েনের ধুন সাধে
সুতোর উন্মুক্ত প্রান্ত যত
একে একে গিঁট দিয়ে বাঁধে
হমান বোন
হইরে বাড়ে
প্যাঁচে বাড়ে
ঘাটে বাড়ে
ঘাটাইল খ্যাও
উদা ঘাটে
প্যাঁচে বাড়ে
ঘাটে বাড়ে
হমান বোন
হইরে বাড়ে
প্যাঁচে বাড়ে
ঘাটে বাড়ে
ঘাটাইল খ্যাও
উদা ঘাটে
প্যাঁচে বাড়ে
ঘাটে বাড়ে
Shoutout to Jamdani
Jamdani to the world, yeah
Writer(s): Shayan Chowdhury Arnob
Lyrics powered by www.musixmatch.com