Lyrics
কাছের মানুষ দূরে রেখে আমি
ঢেউ গুনি একা কূলে
পাতাঝরা এই বুকের মাঝে
কত স্মৃতি আছি ভুলে।
শেষের দিকের পাতায়
না-লেখা প্রেমের কবিতায়
দাঁড়িয়ে তুমি কেন থাকো নীরবতায়।
আমি পেতে চাই ফিরে
পুরোনো আমাকে আবার
এতো আলোর ভিড়ে
আমার জীবন আঁধার।
আমি পেতে চাই ফিরে
পুরোনো আমাকে আবার
এতো আলোর ভিড়ে
আমার জীবন আঁধার।
কাছের মানুষ দূরে রেখে আমি
ঢেউ গুনি একা কূলে
তুমি দিয়েছ তাই এত ব্যাথা পাওয়া
আর কেউ নেই তোমার মতো
একই তুমি আবার কত প্রেম দিয়ে
সারিয়ে তুলেছ হৃদয়-ক্ষত
কিছু বাকি নেই আর আমার হারাবার
শূন্যতার মাঝে তুমি একাকার
আমি পেতে চাই ফিরে
পুরোনো আমাকে আবার
এতো আলোর ভিড়ে
আমার জীবন আঁধার।
আমি পেতে চাই ফিরে
পুরোনো আমাকে আবার
এতো আলোর ভিড়ে
আমার জীবন আঁধার।
কাছের মানুষ দূরে রেখে আমি
ঢেউ গুনি একা কূলে।
Writer(s): Khayam Sanu Sandhi
Lyrics powered by www.musixmatch.com