Top Songs By Kalarab Shilpigosthi
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Kalarab Shilpigosthi
Performer
COMPOSITION & LYRICS
Ahmod Abdullah
Songwriter
Lyrics
সালাম, সালাম
সালাম, সালাম
সালাম, দেখা হলে সালাম
সালাম, কথার আগে সালাম
অভিবাদনে সালাম বলো (সালাম)
সালাম কালামের আগে বলো (সালাম)
অভিবাদনে সালাম বলো (সালাম)
সালাম কালামের আগে বলো
আগে সালাম যার রহমে একা তার
হৃদয় করে না খুন
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম
রাসূল সালাম দিতেন আগে, নির্বিশেষে ছোট-বড়
রাসূল সালাম দিতেন আগে, নির্বিশেষে ছোট-বড়
সালাম তোমার বিনয় পোশাক
সালাম তোমার বিনয় পোশাক, সালামে প্রীতির ভিত গড়ো
সালাম দোয়া, সালামে শান্তি
সালাম ভালো মানুষের গুণ
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম
সালাম হলো দোয়া বিলানো, সালাম দোয়া সংগ্রহ
কুড়িয়ে ফেরো তুমি দোয়ার মালা
কুড়িয়ে ফেরো তুমি দোয়ার মালা
সালামে সালামে প্রত্যহ
আদম গড়ে মহান আল্লাহ শিক্ষা দিলেন করো সালাম (সালাম)
আদম গড়ে মহান আল্লাহ শিক্ষা দিলেন করো সালাম (সালাম)
মহাব্বতে দোয়ার সালাম
মহাব্বতে দোয়ার সালাম, সালামে সমাজ হয় নির্মাণ
সালাম দোয়া, সালামে শান্তি
সালাম ভালো মানুষের গুণ
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম
Written by: Ahmod Abdullah