Top Songs By Antara Mitra
Credits
PERFORMING ARTISTS
Antara Mitra
Lead Vocals
Satyajit Ray
Performer
Ishan Mitra
Performer
COMPOSITION & LYRICS
Satyajit Ray
Songwriter
Ishan Mitra
Composer
Lyrics
আহা কি আনন্দ আকাশে বাতাসে
আহা কি আনন্দ আকাশে বাতাসে
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারি পাশে
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারি পাশে
আহা কি আনন্দ আকাশে বাতাসে
আহা কি আনন্দ আকাশে বাতাসে
আজকে মোদের বড়ই সুখের দিন
আজি ঘরের বাধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন
মোরা হয়েছি স্বাধীন
আজকে মোদের বড়ই সুখের দিন
আজি ঘরের বাধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন
মোরা হয়েছি স্বাধীন
আজ আবার মোরা ভবঘুরে
মুলুক ছেড়ে যাব দূরে
আবার মোরা ভবঘুরে
মুলুক ছেড়ে যাব দূরে
ভরবো ভুবন গানের সুরে
পুরানো দিনের কথা আসে
ফিরে আসে
আহা কি আনন্দ আকাশে বাতাসে
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারি পাশে
আহা কি আনন্দ আকাশে বাতাসে
আহা কি আনন্দ আকাশে বাতাসে
Written by: Ishan Mitra, Satyajit Ray