Music Video

Ja Pakhi Urte Dilam Toke - Silajit | Lyrical | যা পাখি | New Lyrical Bengali Song 2023 | Shemaroo
Watch Ja Pakhi Urte Dilam Toke - Silajit | Lyrical | যা পাখি | New Lyrical Bengali Song 2023 | Shemaroo on YouTube

Credits

PERFORMING ARTISTS
Silaji Majumder
Silaji Majumder
Performer
COMPOSITION & LYRICS
Silaji Majumder
Silaji Majumder
Composer

Lyrics

তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো মাগাজিনে? ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে তারপর বেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি তোকে আলোর আলপিন দিতে পারি তোকে বসন্তের দিন দিতে পারি আমাকে খুঁজে দে জল ফড়িং ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি, শূন্যে খুড়োর কল, সব মিথ্যে আহামরি একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙ্গা চিৎকার, অন্য গানের সুর, তোর অদ্ভুত এ অহংকার তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি তোকে আলোর আলপিন দিতে পারি তোকে বসন্তের দিন দিতে পারি আমাকে খুঁজে দে জল ফড়িং
Writer(s): Silajit Majumder Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out