Featured In

Credits

PERFORMING ARTISTS
Kanak Chapa
Kanak Chapa
Performer
Konok Chapa
Konok Chapa
Performer
COMPOSITION & LYRICS
Shouquat Ali Imon
Shouquat Ali Imon
Composer
Kabir Bokul
Kabir Bokul
Songwriter

Lyrics

ভালোবাসা, ভালোবাসা, থাকো তুমি দূরে
কাছে এলে যদি মন না-পাওয়ার আগুনেতে ধুঁকে ধুঁকে পোড়ে
থাকো তুমি দূরে
ভালোবাসা ভালোবাসা, থাকো তুমি দূরে
কাছে এলে যদি মন না-পাওয়ার আগুনেতে ধুঁকে ধুঁকে পোড়ে
থাকো তুমি দূরে
একা একা কেঁদে কেঁদে হয়ে যাব নিঃস্ব
দেখাব না তবু সেই বেদনারই দৃশ্য
ও, একা একা কেঁদে কেঁদে হয়ে যাব নিঃস্ব
দেখাব না তবু সেই বেদনারই দৃশ্য
তোমার আকাশে আর মেঘ হয়ে যাব না তো উড়ে
থাকো তুমি দূরে, থাকো তুমি দূরে
স্মৃতিচিহ্ন
ও এত ছোটো পৃথিবীতে হয়ে আছি ভিন্ন
রয়ে গেল চিরদিন শুধু স্মৃতিচিহ্ন
তোমায় শোনাতে গান ডাকব না চেনা সেই সুরে
থাকো তুমি দূরে, থাকো তুমি দূরে
ভালোবাসা ভালোবাসা, থাকো তুমি দূরে
কাছে এলে যদি মন না-পাওয়ার আগুনেতে ধুঁকে ধুঁকে পোড়ে
থাকো তুমি দূরে
ভালোবাসা ভালোবাসা, থাকো তুমি দূরে
কাছে এলে যদি মন না-পাওয়ার আগুনেতে ধুঁকে ধুঁকে পোড়ে
থাকো তুমি দূরে
ধুঁকে ধুঁকে পোড়ে
থাকো তুমি দূরে
Written by: Kabir Bokul, Shouquat Ali Imon
instagramSharePathic_arrow_out