Featured In

Credits

PERFORMING ARTISTS
Debraj Bhattacharya
Debraj Bhattacharya
Performer
Surangana Bandyopadhyay
Surangana Bandyopadhyay
Performer
COMPOSITION & LYRICS
Debraj Bhattacharya
Debraj Bhattacharya
Composer
Anirban Bhattacharya
Anirban Bhattacharya
Lyrics
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Lyrics

তোমাকেই ভালো লেগেছে
তোমাকেই ভালো লেগেছে
তাই তোমার দালান জুড়ে আঁকলাম
এক নদী ভরা স্নান
তোমাকেই মনে ধরেছে
তাই পুরোনো খাতায় লিখে রাখলাম
নতুন প্রেমের গান
আমার আঁধার দিনলিপি জুড়ে
জ্বেলে দাও তুমি আলো
আরো ভালো, আরো ভালোবেসে তুমি
উঠোন সাজিয়ে দাও
তোমার আদর আলগোছ করে
মায়াভরা চোখে ঢালো
আরো আলো, আরো আলো রঙে তুমি
এ মাটি রাঙিয়ে দাও
যেন আমার ভাঙা এ জানালার ফাঁকে
তোমার আঙ্গুল ছোঁয়া লেগে থাকে
বাড়ি ফিরে এসে তোমারই আঁচলে
ক্লান্তির অবসান
তোমাকেই ভালো লেগেছে
তাই তোমার দালান জুড়ে আঁকলাম
এক নদী ভরা স্নান
তোমাকেই মনে ধরেছে
তাই পুরোনো খাতায় লিখে রাখলাম
নতুন প্রেমের গান
আমি চেনা গলি, চেনা রাজপথ
চেনা আলো দিয়ে
মোড়া নগরের থেকে এসেছি
তোমার অচেনা দালানে যত পাখি আছে
বলেছে আমাকে যা বলার আছে
চুপ করে আমি সেই সব কথা শুনেছি
আমি শুনেছি, আমি শুনেছি
নিয়েছি সে কথা হৃদয়ে জমিয়ে
ভাঙ্গনের সুর দিয়েছি থামিয়ে
আঁধার সরিয়ে তোমাকেই আমি চিনেছি
তোমাকেই ভালো লেগেছে
তাই তোমার উঠোন সাজিয়ে দিলাম
মন ভালো করা আলোয়
তোমাকেই মনে ধরেছে
দেখো কেটে যাবে, ঠিক কেটে যাবে বেশ
দু'জনে মন্দ-ভালোয়
Written by: Anirban Bhattacharya, Debraj Bhattacharya
instagramSharePathic_arrow_out