Top Songs By Nachiketa Chakraborty
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Nachiketa Chakraborty
Performer
COMPOSITION & LYRICS
Jeet Gannguli
Composer
Srijato Bandyopadhyay
Lyrics
PRODUCTION & ENGINEERING
SVF
Producer
Lyrics
অচেনা শহরে নিচ্ছি উড়াল কেন আজকাল?
নিচ্ছি উড়াল কেন আজকাল?
খুঁচরো ছোঁয়াতে, ইচ্ছে ধোঁয়াতে রাখছি করে আড়াল
তোর নানান কথা আর নীরবতা, আমার সন্ধ্যে-সকাল
হয় মাতাল কেন আজকাল?
হয় মাতাল কেন আজকাল?
তারায় তারায় চর্চা খুব এখন
ধরা দিলো দলছুট মন কেমন
শেষে যদি বিয়োগে বাজে সুর
ভেসে তবু যাবই বহুদূর
তোর হাতের আঁখরে টালমাটাল কেন আজকাল?
কেন আজকাল?
কেন আজকাল?
আকাশ ছোঁও আজ বৃষ্টির পরতে
বৃষ্টির বাস মনে শ্রাবণ কী শরতে
পেলাম খুঁজে নকশী কাঁথার মাঠ
পেলাম শেষে কবিতাও হঠাৎ
সবুজের আদরে মন বেসামাল কেন আজকাল? (কেন আজকাল?)
কেন আজকাল? (কেন আজকাল?)
কেন আজকাল?
কেন আজকাল?
Written by: Jeet Gannguli, Srijato Bandyopadhyay