Top Songs By Shitom Ahmed
Credits
PERFORMING ARTISTS
Shitom Ahmed
Performer
3mon
Performer
COMPOSITION & LYRICS
Shitom Ahmed
Composer
Lyrics
সুরে সুরে কত গেয়েছি
তোমাকে কাছে চেয়েছি
পেয়েছিলাম অবশেষে
ভুলতে দিবো না তোমাকে
সুরে সুরে কত গেয়েছি
তোমাকে কাছে চেয়েছি
পেয়েছিলাম অবশেষে
ভুলতে দিবো না তোমাকে
ভুল করে জড়াবে আমাকে তোমারই ব্যথায়
দিয়েছি তোমাকে আমি আমার পুরোটাই
সবটুকু আদর দিয়ে
রাখতে চেয়েছি মনের খাঁচায়
চলে যাবে বলে যেতে
এখন লাগে অযথা
সারাটি জীবন যেন সাজিয়েছি নিজেকে
তোমাকে দিয়ে দিবো বলে
বৃথা চেষ্টা জলে তলিয়ে গেলো
নিজেকে হারিয়েছি সেই ঢেউয়ে
সারাটি জীবন যেন সাজিয়েছি নিজেকে
তোমাকে দিয়ে দিবো বলে
বৃথা চেষ্টা জলে তলিয়ে গেলো
নিজেকে হারিয়েছি সেই ঢেউয়ে
ভুল করে জড়াবে আমাকে তোমারই ব্যাথায়
দিয়েছি তোমাকে আমি আমার পুরোটাই
সবটুকু আদর দিয়ে
রাখতে চেয়েছি মনের খাঁচায়
চলে যাবে বলে যেতে
এখন লাগে অযথা
ভুল করে জড়াবে আমাকে তোমারই ব্যথায়
দিয়েছি তোমাকে আমি আমার পুরোটাই
Written by: Shitom Ahmed