Music Video

Imran | Bahudore | বাহুডোরে | Bengali Song | 2018 (Official Lyric Video)
Watch Imran | Bahudore | বাহুডোরে | Bengali Song | 2018 (Official Lyric Video) on YouTube

Featured In

Credits

PERFORMING ARTISTS
Imran Mahmudul
Imran Mahmudul
Performer
Kazi Shuvo
Kazi Shuvo
Performer
COMPOSITION & LYRICS
Imran Mahmudul
Imran Mahmudul
Composer
Faisal Rabbikin
Faisal Rabbikin
Songwriter

Lyrics

এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মতো
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সঁপেছি তোরই নামে
একই সাথে পথ চলা
কত কথা ছিলো বলা
সবই যেন আজ শুধু স্মৃতি হলো
জানি না এ কোন রাত এলো
জ্বলছে হৃদয়, উড়ছে সময়
তুই কেন থাকিস বল তবু দূরে
সবই ভুলে আয় না চলে
বাঁধবো প্রেমেরই বাহুডোরে
এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মতো
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সঁপেছি তোরই নামে
একা একা বেঁচে থাকা
তোকে ছাড়া চলে না জীবন
লাগে যেন সবই ফাঁকা
বুকের ভেতর এ কী দহন
চেনা চেনা একই পথে
তোরই আশায় এখনও বসে
পাশাপাশি হাঁটবো সাথে
আবারও খুব ভালোবেসে
জ্বলছে হৃদয়, উড়ছে সময়
তুই কেন থাকিস বল তবু দূরে
সবই ভুলে আয় না চলে
বাঁধবো প্রেমেরই বাহুডোরে
এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মতো
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সঁপেছি তোরই নামে
মনে মনে খুঁজে ফিরি
ভালোবাসি তোকে যে ভীষণ
কত বাঁধা দিলে পাড়ি
বল না হবো তোরই আপন
যত ভাবি ভুলে যাবো
তত বেশি যেন পড়ে মনে
ভালো কেমন বাসি আমি
শুধু আমার এই প্রাণ জানে
জ্বলছে হৃদয়, উড়ছে সময়
তুই কেন থাকিস বল তবু দূরে
সবই ভুলে আয় না চলে
বাঁধবো প্রেমেরই বাহুডোরে
এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মতো
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সঁপেছি তোরই নামে
Written by: Faisal Rabbikin, Imran Mahmudul
instagramSharePathic_arrow_out