Lyrics
Do you see?
See my silence
I'm calling from my end
For you be here
And hold me tight
For you be here
And hold me tight
ভালো গল্পে গাঁথা আছে সে গান (সে গান)
আর কত আমি দিবো তার প্রমাণ? (প্রমাণ)
আমি জানি তুমি জানো আমার সবখান (সবখান)
চাও কি আমাকে তুমি সেই সমান?
হয়ে আমার দেখো না একবার
আদরে রেখে দেবো
লাগবে না আর কিছু তোমার
হয়ে আমার দেখো না একবার
আদরে রেখে দেবো
লাগবে না আর কিছু তোমার
মন তোমাকে চায় (তোমাকে-, তোমাকে-)
আমার করে জড়াতে চায় (জড়াতে-, জড়াতে-)
ভালো গল্পে গাঁথা আছে সে গান (মন, মন)
আর কত আমি দিবো তার প্রমাণ? (তোমাকে)
আমি জানি তুমি জানো আমার সবখান (চায়)
চাও কি তুমি আমাকে সেই সমান? (আমার করে)
ভালো গল্পে গাঁথা আছে সে গান (আমার-, আমার করে)
আর কত আমি দিবো তার প্রমাণ? (জড়াতে চায়)
আমি জানি তুমি জানো আমার সবখান
চাও কি আমাকে তুমি সেই সমান?
Do you see?
See my silence
I'm calling from my end
For you be here
And hold me tight
For you be here
And hold me tight
Written by: Shitom Ahmed