Upcoming Concerts for Mano & Anuradha Sriram
Top Songs By Mano
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Mano
Performer
Anuradha Sriram
Performer
Ranjit Mallick
Actor
Priyanka Upendra
Actor
Silajit Majumder
Actor
Anamika Saha
Actor
Kanchan Mullick
Actor
Pritam Chatterjee
Actor
COMPOSITION & LYRICS
S.P. Venkatesh
Composer
Gautam Sushmit
Lyrics
Lyrics
আলতো ছোঁয়াতে, একটু দাঁড়ানো
চকিতে ফিরে তাকানো
এক পলকের, সেই দেখাতে
কেন ওঠে ঝড়, এই মনেতে
জানি না, তা জানি না
সারাদিন এই হৃদয়ে
সেই হরিণীর আনাগোনা
গুন গুন করে এই মন হায়
হলো না তবু তাকে জানা
কি জানি কবে তার
দেখা যে পাই আবার
জানি না, তা জানি না
জানি না, তা জানি না
আলতো ছোঁয়াতে, একটু দাঁড়ানো
চকিতে ফিরে তাকানো
মানসী বলো কে তুমি এলে
বেশ তো ছিলাম একা
পারি না ভুলে যেতে সেই ছবি
ক্ষণিকের একটু দেখা
ফাগুনের এই রাত
একি প্রেম, অনুরাগ
জানি না, তা জানি না
জানি না, তা জানি না
আলতো ছোঁয়াতে, একটু দাঁড়ানো
চকিতে ফিরে তাকানো
এক পলকের, সেই দেখাতে
কেন ওঠে ঝড়, এই মনেতে
জানি না, তা জানি না
জানি না, তা জানি না
Written by: Gautam Sushmit, S.P. Venkatesh