Credits
PERFORMING ARTISTS
Eros
Performer
COMPOSITION & LYRICS
Eros
Composer
Ridoy Anaholy
Lyrics
Lyrics
খুব করে আজ ইচ্ছে হলো
উড়াবো আমার ঘুড়িটাকে
অনেক বছর আগেই যাকে
ছিড়েছি নিজের হাতে
হাতরে বেড়াই নাটাই আমার
ঘুণে খাওয়া ক্ষয়ে গেছে
তবু সুতো টানছি আমি নিয়মের পেছন থেকে
মেঘের উপর দাঁড়াই
আকাশটা ছুঁতে চাই
ঘুড়ির উপর চড়ে
আমিও আজ উড়তে চাই
আবার আমি ভাবতে বসি
নিজের স্বপ্ন নিজেই গড়ি
সে স্বপ্নতে সাজাই আমি
চলমান জীবন ঘড়ি
কেন যে পারিনা ধরে রাখতে সময়টা
যেন এ আজ আমার বিবর্ণ পিছুটান
Written by: Eros, Ridoy Anaholy