Credits
PERFORMING ARTISTS
Minnaars
Performer
COMPOSITION & LYRICS
Adam James Douglas Pickering
Songwriter
Gavin Peter Thorpe
Songwriter
Daniel Robin Faulkner
Songwriter
Neil Shaun Humphrey
Songwriter
Benjamin Joel Cropley
Songwriter
Lyrics
আমি কি দেখেছি হায়
একেলা পথে দাড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে
আহারে আহারে
কোথায় পাবো তাহারে
যে ছিল মনেরও গহিন কোণে
আমি কি দেখেছি হায়
একেলা পথে দাড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে
আহারে আহারে
কোথায় পাবো তাহারে
যে ছিল মনেরও অচীন কোণে
আকাশে বাতাসে বসন্ত সুবাসে
কোকিলের কুহু ডাকে তারই ছোঁয়া
অলিতে গলিতে ঘরেতে বাহিরে
যেথা যাই ডাকে মোরে তারই ছায়া
লা লাল্লা লাল্লে লা লা লে লা লাল্লে
লা লাল্লা লাল্লে ও...
আমি কি দেখিনি হায়
বুঝিনি শুনিনি হায়
তাহারও মনেরও আকুলতা
কেন সে বোঝেনি হায়
শোনেনি জানেনি হায়
আমারও বুকেরও অবুঝ কথা
উড়িয়া উড়িয়া ঘুরিয়ে ঘুরিয়া
খুঁজিয়া বেড়াই তারে ডানা মেলে
এপারে ওপারে দুয়ারে দুয়ারে
শহরের খোয়ারে আকা মিছিলে
আমি কি দেখিনি হায়
বুঝিনি শুনিনি হায়
তাহারও মনেরও আকুলতা
কেন সে বোঝেনি হায় শোনেনি জানেনি হায়
আমারও বুকেরও অবুঝ কথা
লা লা লাল্লে এএএ
ও ও ও...
আমি কি দেখেছি হায়
একেলা পথে দাড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে
আহারে আহারে
কোথায় পাবো তাহারে
যে ছিল মনেরও গহিন ঘরে।।
Written by: Adam James Douglas Pickering, Benjamin Joel Cropley, Daniel Robin Faulkner, Gavin Peter Thorpe, Neil Shaun Humphrey