Music Video

Shesh Kanna | Tanveer Evan | Benazir | Piran Khan
Watch Shesh Kanna | Tanveer Evan | Benazir | Piran Khan on YouTube

Featured In

Credits

PERFORMING ARTISTS
Tanveer Evan
Tanveer Evan
Performer
COMPOSITION & LYRICS
Tanveer Evan
Tanveer Evan
Songwriter
Piran Khan
Piran Khan
Composer
Benazir
Benazir
Composer

Lyrics

সবকিছু বদলে গেলো এক রাতের নিমিষে (রাতের নিমিষে)
তুমি হারিয়ে যাবে বলেছিলে কবে?
আজ তোমায় হারিয়ে আমি একা এই রাতে
ভাবনাতে তোমাকে খুঁজেছি কি তবে?
ভাবি তুমি আসবে ফিরে
ধরবে হাতগুলো
বলবে তুমি কেঁদো না
ফিরে এসেছি এই দেখো
আর বলবে কেঁদো না তুমি
এইবারই তো শেষ কান্না
বসে আছি আমি তোমার জন্যে
আসো না, ফিরে আসো না
আসো না, ফিরে আসো না
ফিরে এসেছি, ভালোবেসে (ভালোবেসে)
তোমায় আমি প্রতিটিবার (প্রতিটিবার)
সব ব্যথা ভুলে, সব কষ্ট ফেলে
এসেছি আজি আমি তোমার কাছে (তোমার কাছে)
তবু তুমি নেই আজ আমার পাশে (আমার পাশে)
হারিয়ে গেছো তুমি বহুদূরে
ভাবি তুমি আসবে ফিরে
ধরবে হাতগুলো
বলবে তুমি কেঁদো না
ফিরে এসেছি এই দেখো
আর বলবে কেঁদো না তুমি
এবারই তো শেষ কান্না
বসে আছি আমি তোমার জন্যে
আসো না, ফিরে আসো না
আসো না, ফিরে আসো না
I wasn't ready (I wasn't ready)
I didn't know (I didn't know)
I thought we would last forever
Never thought you would go
But you left me (but you left me)
Yes, you left me for her
And here I was sick of trying
Tired of crying, was dying
Every morning, every night
Five o'clock, every time I cried
Everything you said, you only lied
It was my fault that I couldn't know
So baby today in this last song
Is where you belong
'Cause this time
This time I'm gone
যখন আঁধারে পথ হারিয়েছি
তুমি ছিলে হাতটি ধরে
যখন ছিলোনা কেউ আমার পাশে (আমার পাশে)
তুমি আমায় করেছিলে আপন
তবু তুমি নেই আজ আমার পাশে
হারিয়ে গেছো তুমি বহুদূরে
আজ সব হারিয়ে আমি
তোমার কাছে দাঁড়িয়ে
জানি তুমি ফিরে আসবেনা
আজ তুমি কোথায় হারিয়ে
তুমি তো ছিলে আমারই তবে
কেনো নেই তোমার চোখে কান্না
বসে আছি আমি তোমার জন্যে
আসো না, ফিরে আসো না
আসো না, ফিরে আসো না
Written by: Piran Khan, Tanveer Evan
instagramSharePathic_arrow_out