Music Video

Kotodin Por || Arfin Rumey || Kheya | New Music Video 2021 | PL STUDIO | কতদিন পর ২০২১ @arfinrumey8046
Watch Kotodin Por || Arfin Rumey || Kheya | New Music Video 2021 | PL STUDIO | কতদিন পর ২০২১ @arfinrumey8046 on YouTube

Featured In

Credits

PERFORMING ARTISTS
Kheya
Kheya
Performer
COMPOSITION & LYRICS
Arfin Rumy
Arfin Rumy
Songwriter

Lyrics

কত দিন পর এলে তুমি কাছে
দেখো আর কেউ নেই, শুধু তুমি পাশে
জানি না কেন এত ভালো লাগে তোমাকে
মন যেন বলে শুধু তোমাকে হারাতে
ও, করে নাও গো আমায় আপন
থাকবো সারা জীবন
ও, একইসাথে দুটি মন
যাবে না ছেঁড়া কভু এ বাঁধন
ও, একইসাথে দুটি মন
যাবে না ছেঁড়া কভু এ বাঁধন
ও, লুকিয়ে ছিলে কোথায় তুমি এতদিন?
বাজেনি গো এ হৃদয়ে সুখেরই বীন
ও, করে নাও গো আমায় আপন
থাকবো সারা জীবন
ও, একইসাথে দুটি মন
যাবে না ছেঁড়া কভু এ বাঁধন
ও, একইসাথে দুটি মন
যাবে না ছেঁড়া কভু এ বাঁধন
ও, পাইনি তোমায় দেখতে চোখেরই সামনে
ও, তবু তুমি ছিলে মিশে আমার ভুবনজুড়ে
ও, করে নাও গো আমায় আপন
থাকবো সারা জীবন
ও, একইসাথে দুটি মন
যাবে না ছেঁড়া কভু এ বাঁধন
ও, একইসাথে দুটি মন
যাবে না ছেঁড়া কভু এ বাঁধন
Written by: Arfin Rumy
instagramSharePathic_arrow_out