Credits
PERFORMING ARTISTS
Helal
Lead Vocals
Habib
Lead Vocals
COMPOSITION & LYRICS
Habib
Composer
Kar Amir Uddin
Songwriter
Lyrics
অচিন দেশের
মাঝি ভাই রে...
তুমি কোন দেশে যাও বাইয়া
তুমি কোন দেশে যাও বাইয়া
মাঝি কোন দেশে যাও বাইয়া
অচিন দেশের মাঝি ভাই রে...
তুমি কোন দেশে যাও বাইয়া
ও মাঝি কোন দেশে যাও বাইয়া
শোন মাঝি ভাই তোমায় জানাই
একটু ধীরে বাও
কইয়ো খবর বাবার কাছে
ও তার দেখা যদি পাই
কইয়ো, নাইওর নিবার মানুষ পাঠাও...
কইয়ো, নাইওব় নিবার মানুষ পাঠাও
পানসি নাও সাজাইয়া
তুমি কোন দেশে যাও বাইয়া
অচিন দেশেব় মাঝি ভাই ব়ে...
তুমি কোন দেশে যাও বাইয়া
বাবা যদি হয় না রাজি
নিবে না নাইওর
বিনয় করে কইয়ো রে মাঝি
আমার আরেক টি খবর
কইয়ো, এই আষাঢ়ের স্রোতে লহর...
কইয়ো, এই আষাঢ়েব় স্রোতে লহর
যাবে রে উজাইয়া
মাঝি কোন দেশে যাও বাইয়া
অচিন দেশেব় মাঝি ভাই রে...
তুমি কোন দেশে যাও বাইয়া
যেই দেশেতে আমির উদ্দিনের
সুখেরই নিশ্বাস
সেই দেশেতে দিবেরে বাবা
আগে করিনি বিশ্বাস
কইয়ো, আমারে দিয়ে পরবাস...
কইয়ো, আমারে দিয়ে পরবাস
থাকো সুখি হইয়া
ও মাঝি কোন দেশে যাও বাইয়া
অচিন দেশের মাঝি ভাই রে...
তুমি কোন দেশে যাও বাইয়া
ও মাঝি কোন দেশে যাও বাইয়া
Written by: Habib, Kar Amir Uddin