Vídeo musical

Presentada en

Créditos

COMPOSITION & LYRICS
Sajid Sarker
Sajid Sarker
Songwriter
Sammam Junaid
Sammam Junaid
Songwriter

Letras

কেমিস্ট্রি আমি বুঝিনি, বুঝেছি শুধু তোমাকে পিরিওডিক টেবিলেও তাই খুঁজেছি শুধু তোমাকে তোমার জন্য বেজে যায় শত সুরের গান আমি আজও গুনে যাই এভোগেড্রোর মান তোমায় আমি হারাবো ভাবিনি কখনো কম্পাস আর পেন্সিলে জ্যামিতিগুলো আঁকানো তোমায় আমি খুঁজে যাই ক্যালকুলাস এর মানে শত বাধা আটকে রেখেছে ত্রিকোণমিতিক এক কোণে। ফিজিক্স এর সূত্রগুলো ভাবিয়েছিল আমাকে তাই দিয়ে আজও মেপে যাই কতদূর আর হারাবে গণিতে আমি ভালো ছিলাম না, ভুল করেছি ক্যালকুলেশন তাই আজও অধীর আমি তোমায় নিয়েই হ্যালুসিনেশন তোমায় আমি হারাবো ভাবিনি কখনো কম্পাস আর পেন্সিলে জ্যামিতিগুলো আঁকানো তোমায় আমি খুঁজে যাই ক্যালকুলাস এর মানে শত বাধা আটকে রেখেছে ত্রিকোণমিতিক এক... তোমায় আমি হারাবো ভাবিনি কখনো কম্পাস আর পেন্সিলে জ্যামিতিগুলো আঁকানো তোমায় আমি খুঁজে যাই ক্যালকুলাস এর মানে শত বাধা আটকে রেখেছে ত্রিকোণমিতিক এক কোণে।
Writer(s): Sammam Junaid Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out