Lyrics

তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। ওরে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না, ওরে তোর কারণে জিবনটা যে আর তো চলে না, ওরে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না, ওরে তোর কারণে জিবনটা যে আর তো চলে না, তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। ভালোবাসা ভুলে গেলি করলি ছলনা, ওরে আমার কথা তোর কি মনে পড়েনা। ওরে ভালোবাসা ভুলে গেলি করলি ছলনা ওরে আমার কথা তোর কি মনে পড়েনা। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। তুই বন্ধু সুখে থাকিস খবর নিব না ওরে আমার মতো থাকবো আমি আপন ঠিকানায়। ওরে তুই বন্ধু সুখে থাকিস খবর নিব না, ওরে আমার মতো থাকবো আমি আপন ঠিকানায়। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। ওরে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না, ওরে তোর কারনে জীবনটা যে আর তো চলে না। ওরে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না, ওরে তোর কারণে জীবনটা যে আর তো চলে না। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা।
Writer(s): Sujon Shurid Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out