Credits
PERFORMING ARTISTS
James
Performer
COMPOSITION & LYRICS
Prince Mahmud
Songwriter
Lyrics
দিওয়ানা দিওয়ানা
তোমার প্রেমের দিওয়ানা হেঁয়
তুমি বুঝলা না বুঝলা না
আমার মনের বেদনা হেঁয়
এত সস্তা না সস্তা না
রাস্তা ছেড়ে যাব না হেঁয়
আমি শেষ দেখে দেখে যাব
খালি হাতে যাব না হেঁয়
আমি মাস্তানা আমি দিওয়ানা
দিওয়ানা দিওয়ানা
আমি তোমার দিওয়ানা হেঁয়
প্রেমের এই দুনিয়া
প্রেমে শক্তি প্রেমেই মুক্তি
তুহি মেরা চান সিতারা
তুহি মেরা জানেজানা
মন করে আনচান টান
প্রাণে প্রাণে লাগে টান
ও হো হো...
প্রেম নগরের প্রেমখানা
প্রেমের বেচাকেনা
আমি তোমার মাস্তানা
আমি দিওয়ানা
দিওয়ানা দিওয়ানা
আমি তোমার দিওয়ানা
আমি তোমার মাস্তানা
আমি তোমার দিওয়ানা
দিওয়ানা দিওয়ানা
আমি তোমার দিওয়ানা
আমি তোমার মাস্তানা
আমি তোমার দিওয়ানা
আরে বক্কা দেব কি খানা
আরে মক্কা দে ইঞ্জিনখানা
হো হো হো...
লাইন ছাড়া চলে না
মন চলছে মদিনা
এই কপালে যা আছে তা
আরে মুছতে তুমি পারবে না
যা ভাবছো তা তা না
ভেবে কূল পাবে না
আরে লাভ লোকসান বুঝি না
আমি মাস্তানা
দিওয়ানা দিওয়ানা
আমি তোমার দিওয়ানা
আমি তোমার মাস্তানা
আমি তোমার দিওয়ানা
দিওয়ানা দিওয়ানা
আমি তোমার দিওয়ানা
আমি তোমার মাস্তানা
আমি তোমার দিওয়ানা
আ দিওয়ানা
আরে মাস্তানা
আ দিওয়ানা
আমি তোমার মাস্তানা
আমি তোমার মাস্তানা
দিওয়ানা দিওয়ানা
আমি তোমার দিওয়ানা
Writer(s): Prince Mahmud
Lyrics powered by www.musixmatch.com