Music Video

Diwana Mastana। দিওয়ানা মাস্তানা । James । জেমস । Desh TV Music
Watch Diwana Mastana। দিওয়ানা মাস্তানা । James । জেমস । Desh TV Music on YouTube

Credits

PERFORMING ARTISTS
James
James
Performer
COMPOSITION & LYRICS
Prince Mahmud
Prince Mahmud
Songwriter

Lyrics

দিওয়ানা দিওয়ানা তোমার প্রেমের দিওয়ানা হেঁয় তুমি বুঝলা না বুঝলা না আমার মনের বেদনা হেঁয় এত সস্তা না সস্তা না রাস্তা ছেড়ে যাব না হেঁয় আমি শেষ দেখে দেখে যাব খালি হাতে যাব না হেঁয় আমি মাস্তানা আমি দিওয়ানা দিওয়ানা দিওয়ানা আমি তোমার দিওয়ানা হেঁয় প্রেমের এই দুনিয়া প্রেমে শক্তি প্রেমেই মুক্তি তুহি মেরা চান সিতারা তুহি মেরা জানেজানা মন করে আনচান টান প্রাণে প্রাণে লাগে টান ও হো হো... প্রেম নগরের প্রেমখানা প্রেমের বেচাকেনা আমি তোমার মাস্তানা আমি দিওয়ানা দিওয়ানা দিওয়ানা আমি তোমার দিওয়ানা আমি তোমার মাস্তানা আমি তোমার দিওয়ানা দিওয়ানা দিওয়ানা আমি তোমার দিওয়ানা আমি তোমার মাস্তানা আমি তোমার দিওয়ানা আরে বক্কা দেব কি খানা আরে মক্কা দে ইঞ্জিনখানা হো হো হো... লাইন ছাড়া চলে না মন চলছে মদিনা এই কপালে যা আছে তা আরে মুছতে তুমি পারবে না যা ভাবছো তা তা না ভেবে কূল পাবে না আরে লাভ লোকসান বুঝি না আমি মাস্তানা দিওয়ানা দিওয়ানা আমি তোমার দিওয়ানা আমি তোমার মাস্তানা আমি তোমার দিওয়ানা দিওয়ানা দিওয়ানা আমি তোমার দিওয়ানা আমি তোমার মাস্তানা আমি তোমার দিওয়ানা আ দিওয়ানা আরে মাস্তানা আ দিওয়ানা আমি তোমার মাস্তানা আমি তোমার মাস্তানা দিওয়ানা দিওয়ানা আমি তোমার দিওয়ানা
Writer(s): Prince Mahmud Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out