Featured In

Credits

COMPOSITION & LYRICS
TAPOSH
TAPOSH
Songwriter
Sanjeeb Choudhury
Sanjeeb Choudhury
Songwriter

Lyrics

আমি তোমাকেই বলে দেবো কী যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেবো সেই ভুলে ভরা গল্প কড়া নেড়ে গেছি ভুল দরজায় ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া আমি তোমাকেই বলে দেবো কী যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেবো সেই ভুলে ভরা গল্প কড়া নেড়ে গেছি ভুল দরজায় ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া আমি কাউকে বলিনি সে নাম কেউ জানে না, না জানে আড়াল আমি কাউকে বলিনি সে নাম কেউ জানে না, না জানে আড়াল জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া তবে এই হোক, তীরে জাগুক প্লাবন দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবণ তবে এই হোক, তীরে জাগুক প্লাবন দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবণ তুমি কান্নার রঙ, তুমি জোছনার ছায়া তুমি কান্নার রঙ, তুমি জোছনার ছায়া আমি তোমাকেই বলে দেবো কী যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেবো সেই ভুলে ভরা গল্প কড়া নেড়ে গেছি ভুল দরজায় ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া
Writer(s): Kaushik Hossain Taposh Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out