Similar Songs
Credits
PERFORMING ARTISTS
SA Apon
Performer
COMPOSITION & LYRICS
Ahmed Sajeeb
Composer
Alex Abdus Salam
Songwriter
Lyrics
আমার ভালোবাসায় মাইয়া করলি অপমান
লোকসমাজের কাছে আমার রাখলি না রে মান
আমার ভালোবাসায় মাইয়া করলি অপমান
লোকসমাজের কাছে আমার রাখলি না রে মান
এত জ্বালা দিয়াও রে তোর মিটবে রে সাধ কীসে?
তোর মুখে ছিল মধু, বেইমান, অন্তর ভরা বিষে
তোর মুখে ছিল মধু, বেইমান, অন্তর ভরা বিষে
তোর কারণে বুকের ভেতর পাইসি বড়ো কষ্ট
বুকটা ফালা কইরা আমার জীবন করলি নষ্ট
তোর কারণে বুকের ভেতর পাইসি বড়ো কষ্ট
বুকটা ফালা কইরা আমার জীবন করলি নষ্ট
এত জ্বালা দিয়াও রে তোর মিটবে রে সাধ কীসে?
তোর মুখে ছিল মধু, বেইমান, অন্তর ভরা বিষে
তোর মুখে ছিল মধু, বেইমান, অন্তর ভরা বিষে
ছলনাতে মাইরা গেলি, মনে বাড়ে জ্বালা
সহজ-সরল মনটা নিয়া করলি এমন খেলা
ছলনাতে মাইরা গেলি, মনে বাড়ে জ্বালা
সহজ-সরল মনটা নিয়া করলি এমন খেলা
এত জ্বালা দিয়াও রে তোর মিটবে রে সাধ কীসে?
তোর মুখে ছিল মধু, বেইমান, অন্তর ভরা বিষে
তোর মুখে ছিল মধু, বেইমান, অন্তর ভরা বিষে
Written by: Ahmed Sajeeb, Alex Abdus Salam