Music Video

Kotha Ektai | কথা একটাই | PORSHI | IMRAN | Official Music Video | Bangla Song 2024
Watch Kotha Ektai | কথা একটাই | PORSHI | IMRAN | Official Music Video | Bangla Song 2024 on YouTube

Featured In

Credits

PERFORMING ARTISTS
Porshi
Porshi
Performer
Imran
Imran
Performer
COMPOSITION & LYRICS
Imran Mahmudul
Imran Mahmudul
Composer
Robiul Islam Jibon
Robiul Islam Jibon
Songwriter
PRODUCTION & ENGINEERING
Porshi
Porshi
Producer

Lyrics

আমি পড়েছি তোমার প্রেমে
কী করে বোঝাই
আমি ডুবেছি তোমার নামে
কীভাবে জানাই
এ মনের কথা একটাই
তোমাকে আমার করে চাই
জীবনের চাওয়া একটাই
তোমাকে আমার করে চাই।।
স্বপ্নের সবটুকু
করেছি উজাড়
একসাথে এই পথে
হবো যে পার
চোখের মণি তুমি
মায়ার ক্ষণি তুমি
পৃথিবীর সব রঙে
তোমাকে রাঙাই--
আমি তোমারই হয়ে গেছি
কী করে বোঝাই
আমি তোমাতে জড়িয়েছি
কীভাবে জানাই
এ মনের কথা একটাই
তোমাকে আমার করে চাই
জীবনের চাওয়া একটাই
তোমাকে আমার করে চাই।।
এই মন তোমাতে দিওয়ানা
তুমি এই হৃদয়ের ঠিকানা
তোমাকে ঘিরে যত সাধনা
মায়ারই ডোরে আমাকে বাঁধো না (২)।।
Written by: Imran Mahmudul, Robiul Islam Jibon
instagramSharePathic_arrow_out