Music Video

Ekla Duniya | Sanjoy | Habib Wahid | Muza (Official Music Video)
Watch Ekla Duniya | Sanjoy | Habib Wahid | Muza (Official Music Video) on YouTube

Credits

PERFORMING ARTISTS
Sanjoy
Sanjoy
Performer
Habib Wahid
Habib Wahid
Performer
Muza
Muza
Performer
COMPOSITION & LYRICS
Sanjoy Deb
Sanjoy Deb
Songwriter
Muzahid Abdullah
Muzahid Abdullah
Songwriter
Tahzeeb Badhon
Tahzeeb Badhon
Lyrics

Lyrics

ওরে ও...
ওরে ও...
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
কত না একসাথে পথ চলা বাকি
স্বপ্নের সাথী তুমি যে আমার
দিবানিশি আসো তুমি আনমনে
খেয়ালে ভাসে কথা যে তোমার
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
পাহাড়-নদী সবই কাছে ভালোবাসার মেলবন্ধনে
তোমার সাথে সব স্বপ্ন ফোটে উঠে জীবনে
ঝিঁঝিঁতে ভরে যায় রাত
তোমার ছুঁয়ে গেছে হাত
মনে হয় যেন লেখা গাঁথা
আমাদের মনের গোপন সব কথা
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
তুমি আমি ভালোবাসা
দুই প্রাণ এক দোলা
তুমি আমি ভালোবাসা
এক আকাশের তারা
তুমি আমি ভালোবাসা
দুই প্রাণ এক দোলা
তুমি আমি ভালোবাসা
এক আকাশের তারা
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
Written by: Muzahid Abdullah, Sanjoy Deb, Tahzeeb Badhon
instagramSharePathic_arrow_out