Featured In

Credits

PERFORMING ARTISTS
The Ruins
The Ruins
Performer
COMPOSITION & LYRICS
The Ruins
The Ruins
Composer

Lyrics

এই গভীর অরণ্যে আরেকটা শীত নেমে আসুক।
শহর জুরে একটা বৃষ্টি আসবে একটা শীতল বৃষ্টি আসবে তোর আমার চোখের জলে ভিজে যাবে হাজারো অভিমান সেদিন
ছোট্ট চড়ুই গুলো আমার আহত বুকে এসে আবার বসবাস করবে।
বিশ্বাস কর। সেদিন আমরা জানতে পারবো এই পৃথিবী আমাদের ছুড়ে ফেলে দিয়েছে বহু দূরে ,বহু দূরে। অন্ধ কুকুরের আর্তনাদ একটা পচা প্রাণীর মৃত্যু গন্ধ ভেসে আসবে শরীরে। একটা চাদরে মিশে যাবি তুই। অথচ চাঁদর টা আজ কাফন। কফিনে পরে থাকা বেয়ারিশ লাশ।
তবু সেদিন তুই আসবি।সেদিন তুই আসবি।সেদিন তুই আসবি।
আমি সেই পথ, যেই পথে নেই আলো।
আমি মেঘে ঢাকা আকাশ, অন্ধকার আর কালো।
আমি সেই পথ, যেই পথে নেই আলো।
আমি মেঘে ঢাকা আকাশ, অন্ধকার আর কালো।
কোলাহলপূর্ণ সব কিছু শুধু আমি কেন চুপ?
উল্লাসে যখন ব্যস্ত সবাই শুধু আমি কেন চুপ?
তুমি স্বপ্ন নাকি দুঃস্বপ্ন নাকি অসমাপ্ত কোনো গল্প?
একটু আমি অনেক তুমি বিষন্নতা অনেক নয় অল্প।
তুমি স্বপ্ন নাকি দুঃস্বপ্ন নাকি অসমাপ্ত কোনো গল্প?
একটু আমি অনেক তুমি বিষন্নতা অনেক নয় অল্প, অনেক নয় অল্প।
আমি সেই পথ, যেই পথে নেই আলো।
আমি মেঘে ঢাকা আকাশ, অন্ধকার আর কালো।
কোলাহলপূর্ণ সব কিছু শুধু আমি কেন চুপ?
উল্লাসে যখন ব্যস্ত সবাই শুধু আমি কেন চুপ?
তুমি স্বপ্ন নাকি দুঃস্বপ্ন নাকি অসমাপ্ত কোনো গল্প?
একটু আমি অনেক তুমি বিষন্নতা অনেক নয় অল্প।
তুমি স্বপ্ন নাকি দুঃস্বপ্ন নাকি অসমাপ্ত কোনো গল্প?
একটু আমি অনেক তুমি বিষন্নতা অনেক নয় অল্প, অনেক নয় অল্প।
তোমার আমার মৃত্যু হয়েছিলো পৃথিবী সৃষ্টির এক ন্যানো সেকেন্ড আগে সেই মৃত্যুর অভিশাপে অভিযুক্ত হয়ে এ পৃথিবীর বুকে আমি এক নিঃসঙ্গ লাশ হয়ে বেঁচে আছি তুমি বলে ছিলে পৃথিবী বদলায় আমি সেদিন বুঝতেই পারিনি তোমার দেওয়া আমার নাম ছিলো পৃথিবী। আচ্ছা দিগন্তের ওই পাহাড় জানে কি আমার দেখা হয়েছিলো শত নিশিপ্রহর পর শত মগজ পচন পর সে জানে কি তোরে যে খুব একা একা লাগে সে জানে কি তোরে যে খুব একা একা লাগে বিশ্বাস কর পাখি এই নিঃসঙ্গতার শহরে তোর আমার কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই।
আমি সেই পথ, যেই পথে নেই আলো।
আমি মেঘে ঢাকা আকাশ, অন্ধকার আর কালো।
আমি সেই পথ, যেই পথে নেই আলো।
আমি মেঘে ঢাকা আকাশ, অন্ধকার আর কালো।
কোলাহলপূর্ণ সব কিছু শুধু আমি কেন চুপ?
উল্লাসে যখন ব্যস্ত সবাই শুধু আমি কেন চুপ?
তুমি স্বপ্ন নাকি দুঃস্বপ্ন নাকি অসমাপ্ত কোনো গল্প?
একটু আমি অনেক তুমি বিষন্নতা অনেক নয় অল্প।
তুমি স্বপ্ন নাকি দুঃস্বপ্ন নাকি অসমাপ্ত কোনো গল্প?
একটু আমি অনেক তুমি বিষন্নতা অনেক নয় অল্প, অনেক নয় অল্প।
Written by: The Ruins
instagramSharePathic_arrow_out