Top Songs By Ash King , Arindom
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Ash King
Performer
Somlata
Performer
Arindom
Performer
Somlata Acharyya Chowdhury
Performer
COMPOSITION & LYRICS
Prasen
Lyrics
Arindom
Composer
PRODUCTION & ENGINEERING
SVF
Producer
Lyrics
পারে, মন খারাপই পারে তোমায় ফেরাতে
এসো, মনের কুল কিনারে না হয় বেড়াতে
পারে, মন খারাপই পারে তোমায় ফেরাতে
এসো, মনের কুল কিনারে না হয় বেড়াতে
মন হলে দাঁড়িয়ে একবার ডেকো সঙ্গোপন
মোম গলে হয়েছে আঁধার জ্বালিয়ে রেখো মন
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
আজ না হয় কথা থাক
লুকোনো অনুতাপে ঢাকি চোরাকাটা আগুন
আজ শুধুই বলে যাক
চোখের পাতা খুলে রাখি নিদার নিঝুম
মন বলে, "তোমাকে একবার আগলে ছুঁয়ে যাই"
মোম গলানো সন্ধ্যে বার বার থাকছি ছুঁয়ে তাই
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
দাও আমায় বলে কোন
গোপনে রাখা মেঘে ঢাকা আকাশের দেশ
নাও আমার ভিজে মন
সারিয়ে নিতে যদি পারো যত না বিশেষ
মন হলে দাঁড়িয়ে একবার ডেকো সঙ্গোপন
মোম গলে হয়েছে আঁধার জ্বালিয়ে রেখো মন
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
Written by: Arindom, Arindom Chatterjee, Prasen