Featured In

Credits

PERFORMING ARTISTS
Naumi
Naumi
Performer
Imran
Imran
Performer
COMPOSITION & LYRICS
Imran
Imran
Composer
Jahid Akbor
Jahid Akbor
Songwriter

Lyrics

আমার ভাবনার সবটা ছুঁয়ে ছড়িয়ে আছো হৃদয়ে
আমার ভাবনার সবটা ছুঁয়ে ছড়িয়ে আছো হৃদয়ে
ও, আমার দিন-রাত্রিগুলো গেছে সব তোমার হয়ে
কিছু দেখি না, কিছু জানি না, কিছু বুঝি না
তোমাতেই মগ্ন থাকি, হই আনমনা
কিছু দেখি না, কিছু জানি না, কিছু বুঝি না
তোমাতেই মগ্ন থাকি, হই আনমনা
ও, চোখেরই তারায় না দেখলে তোমায় সবকিছু আঁধার লাগে
ও, জড়ালে কী অচিন মায়ায় ভালোবাসার অনুরাগে
ও, তুমিহীনা বাঁচা যায় না, এমন জীবন কভু চাই না
কিছু দেখি না, কিছু জানি না, কিছু বুঝি না
তোমাতেই মগ্ন থাকি, হই আনমনা
কিছু দেখি না, কিছু জানি না, কিছু বুঝি না
তোমাতেই মগ্ন থাকি, হই আনমনা
ও, মনের ভেতর বাঁধলে আমায় কী মমতার পরশে
ও, লুকিয়ে কি রাখবে আমায় তোমার বুকের বাম পাশে?
ও, পৃথিবীটা লাগে অচেনা যখন আমার কাছে থাকো না
কিছু দেখি না, কিছু জানি না, কিছু বুঝি না
তোমাতেই মগ্ন থাকি, হই আনমনা
কিছু দেখি না, কিছু জানি না, কিছু বুঝি না
তোমাতেই মগ্ন থাকি, হই আনমনা
কিছু দেখি না, কিছু জানি না, কিছু বুঝি না
তোমাতেই মগ্ন থাকি, হই আনমনা
কিছু দেখি না, কিছু জানি না, কিছু বুঝি না
তোমাতেই মগ্ন থাকি, হই আনমনা
Written by: Imran, Jahid Akbar
instagramSharePathic_arrow_out