Top Songs By Savvy
Credits
PERFORMING ARTISTS
Savvy
Performer
Anindita Chatterjee
Performer
COMPOSITION & LYRICS
Savvy
Composer
Soumyadeb
Songwriter
Lyrics
তোর প্রেমে পড়েছি... তোর প্রেমে পড়েছি...
মন তোকে দিয়েছি... তোর প্রেমে পড়েছি...
তোর প্রেমে পড়েছি... তোর প্রেমে পড়েছি...
মন তোকে দিয়েছি... তোর প্রেমে পড়েছি...
দে বাড়িয়ে দে হাত, শুনবো না অজুহাত
চলবো এক সাথে... হোক দিন বা হোক রাত...
তোর প্রেমে পড়েছি... তোর প্রেমে পড়েছি...
মন তোকে দিয়েছি... তোর প্রেমে পড়েছি...
শুনছি তোর কথা লিখছি কবিতা গল্পেও রোজ তুই
একলা আকাশে মিষ্টি বাতাসে স্বপ্ন শুধুই
শুনছি তোর কথা লিখছি কবিতা গল্পেও রোজ তুই
একলা আকাশে মিষ্টি বাতাসে স্বপ্ন শুধুই
চল না ভেসে মেঘ আজ... আলতো ছোয়া তোর হাত...
বৃষ্টি খেলা চাইছি... তোর সাথে একবার...
তোর প্রেমে পড়েছি... তোর প্রেমে পড়েছি...
মন তোকে দিয়েছি... তোর প্রেমে পড়েছি...
তোর খোলা চুলে বৃষ্টি নেমে এলে মন ছুঁতে চাই
মায়া আদরে সুখী চাদরে চল রং লাগাই
দে বাড়িয়ে দে হাত, শুনবো না অজুহাত
চলবো এক সাথে... হোক দিন বা হোক রাত...
তোর প্রেমে পড়েছি... তোর প্রেমে পড়েছি...
মন তোকে দিয়েছি... তোর প্রেমে পড়েছি...
দে বাড়িয়ে দে হাত, শুনবো না অজুহাত
চলবো এক সাথে... হোক দিন বা হোক রাত...
তোর প্রেমে পড়েছি... তোর প্রেমে পড়েছি...
মন তোকে দিয়েছি... তোর প্রেমে পড়েছি...
...End...
Writer(s): Savvy Gupta
Lyrics powered by www.musixmatch.com